জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই মাহদী হাসান শামীম। ভদ্রলোকের সাথে পরিচয় ছিল না। সামুতে তিনি মাস্টার নিকে ব্লগিং করেন । সেই সূত্রে হঠাৎ করেই তার ব্লগ পড়া হয়ে গেল। সামুতে অনেকেই চলচ্চিত্র বিষয়ক লেখা লেখে।
কিন্তু উনার মতো এই রকম নেটওয়ার্ক গড়ে তোলে না। উনার এই প্রচেষ্টা আসলে বাংলা ভাষাভাষী ফিল্ম মেকারদের জন্য একটা দারুণ প্লাটফর্ম । এই প্লাটফর্ম ব্যবহার করে নতুন এবং আগ্রহী ফিল্ম মেকার খুবই উপকৃত হবে।
তিনি গড়ে তুলেছেন সিনেমা পিপলস নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে যে কোন আগ্রহী ব্যক্তি সদস্য হতে পারে এবং চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করতে পারে।
তাছাড়া ওখানে রিসোর্স জোন থেকে পেতে পারেন ই-বুক। পেতে পারেন সিনেমা ডাউনলোড করার লিংক। পেতে পারেন নতুন কোন সফটওয়্যার। শেয়ার করতে পারেন সিনেমা রিভিউ।
তিনি তার স্বপ্নটাকে এইভাবে বর্ণনা করছেন -
আমার স্বপ্ন হলো - দেশের তরুন ফিল্মমেকার দের মধ্যে একটা নেটওয়ার্কিং গড়ে তোলা।
আর সেই সাথে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ছোটখাটো বিপ্লব ঘটানো। যদি বিপ্লবী হতে পারেন, তাহলে চলে আসুন। হাত বাড়ানোই বন্ধু, শুধু এবার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে দেয়া
আমার মনে হয়, কেউ শুরু করতে পারেন, সেটা মাহদী হাসান শামীম করেছেন। আমরা বাকিরা যদি তাকে সহযোগিতা করি, তবে সবার জন্যই লাভ হবে। এটা একটা উইন-উইন পদ্ধতি।
যারা এখনও তার ফোরাম দেখেননি, তারা অন্তত একবার ভিজিট করুন। যদি ফিল্মের নেশা থাকে, তবে আপনার ভালো লাগবেই।
নিচের লিংকে ক্লিক করে সোজা চলে যান।
সিনেমা পিপলস নেটওয়ার্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।