আমার পৃথিবীটা অনেক ছোট,আর তাই সেটাকে অনেক বড় করার জন্যই আমার ব্লগে আসা...আমার মনে হয় আমি ভুল করিনি। শুধু একটি শব্দই মাথায় আসছে ...ন্যাক্কারজনক। স্বায়ত্তশাসিত একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণ কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না যেখানে স্বয়ং বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বলেছে পুলিশের গুলিবর্ষণের অনুমতি ছিল না। ছাত্রদের বিক্ষোভের মুখে পুলিশ গুলিবর্ষণ করবে এটা কোনভাবেই কোন সভ্য রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। একটি গনতান্ত্রিক সরকারের শাষনামলে পুলিশের এই ন্যাক্কারজনক কাজের দায়ভার অবশ্যই সরকারের উপর বর্তায়।
শিক্ষামন্ত্রীর অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে সুনাম আছে। ছাত্রসমাজের একজন হিসেবে শিক্ষামন্ত্রীর প্রতি আকুল আবেদন আপনি দ্রুত এই ব্যাপারে ব্যাবস্থা নিন। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা কোন স্থায়ী সমাধান হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আবেদন থাকবে কার নির্দেশে পুলিশ গুলি করল সেটা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নিন। লাখো শহীদের বিনিময়ে পাওয়া এ দেশকে পুলিশি রাষ্ট্র বানাবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।