সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে আশুলিয়া থানা পুলিশ হাতবোমাটি উদ্ধার করে। এ সময় একটি কাফনের কাপড় এবং তার সঙ্গে একটি চিরকুট যায়।
‘উপাচার্য ক্যাম্পাসে ফিরলে তাঁকে হত্যা করা হবে,’ লেখা রয়েছে ওই চিরকুটে।
এর আগে রোববার অজ্ঞাত এক ব্যক্তির নম্বর থেকে উপাচার্যের মোবাইলে এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়।
সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে ০১৭৮৬৩২১২৫১ নম্বর থেকে ওই এসএমএস আসে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
‘উপাচার্য ক্যাম্পাসে ফিরলে তাঁকে হত্যা করা হবে’ লিখে তার বাসভবনে কাফনের কাপড় পাঠিয়ে দেয়া হয়েছে বলে এসএমএসে বলা হয়।
শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন উপাচার্য আনোয়ার হোসেন।
উপাচার্যকে হত্যার হুমকি, হাতবোমা ও কাফনের কাপড় পাঠানোর বিষয়ে আশুলিয়া থানায় একটি জিডি করা করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।