আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সোনার ছেলেরাঃ জাহাঙ্গীরনগরে সাংবাদিককে পিটিয়েছেন ছাত্রলীগ কর্মীরা

অন্তরালের মানুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে পিটিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। তাঁর নাম আহম্মেদ রিয়াদ। তিনি দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। আজ সন্ধ্যায় জাহাঙ্গীরনগর সুপার মার্কেটের একটি খাবারের দোকানে তাঁকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। আহত রিয়াদকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আজ বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ক্রিকেট খেলছিলেন আহম্মেদ রিয়াদ। পাশেই ফুটবল খেলছিলেন শহীদ রফিক-জব্বার ও মওলানা ভাসানী হলের ছাত্রলীগের কর্মীরা। এ সময় ফুটবল খেলার স্থানে ক্রিকেট বল চলে আসাকে কেন্দ্র করে রিয়াদের সঙ্গে ছাত্রলীগের কর্মী পারভেজ আহম্মেদ, মো. সোহেল হোসেন ও সজীবের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে পারভেজ আহম্মেদ, সোহেল হোসেন, সবুজসহ ৮-১০ জন ক্রিকেট স্ট্যাম্প নিয়ে রিয়াদকে ধাওয়া করেন। রিয়াদ দৌড়ে মাঠসংলগ্ন জাহাঙ্গীরনগর সুপার মার্কেটের একটি খাবারের দোকানে আশ্রয় নেন।

এ সময় ছাত্রলীগের কর্মীরা দোকানের ভেতরে গিয়ে রিয়াদকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটান। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আজিম উদ্দিন ও ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে নিয়ে যান। এখানে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর রিয়াদকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক মো. জিসান হোসেন বলেন, রিয়াদ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি বাঁ হাতে গুরুতর আঘাত পেয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কয়েটি পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আহম্মেদ রিয়াদ সাংবাদিকদের বলেন, ‘তুচ্ছ একটি বিষয় নিয়ে পারভেজ আহম্মেদ, মো. সোহেল হোসেন, সজীবসহ ৮-১০ জন আমাকে মারধর করেছে। ’ এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আজগর আলী বলেন, যাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বলেন, উপাচার্যকে বিষয়টি অবহিত করা হয়েছে। উপাচার্য ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.