উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা গত মঙ্গলবার ভারতের ১২টি প্রদেশে একসাথে গৃড বিপর্যয় হয়ে গেল। কোন কোন অনলাইন সংবাদে ১২০,০০,০০,০০০ অর্থাৎ প্রায় গোটা ভারতই ক্ষতিগ্রস্থ হয়েছে বলা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন ১২০ কোটি হবে না ৬০ কোটি হবে।
হিসাব যাই হোক, মোদ্দা কথা এই গৃড বিপর্যয় বিশ্ব বৃহত্তম বলে মনে করা হচ্ছে। আসাম থেকে হিমালয়ের পাদদেশের হিমাচল প্রদেশ পর্যন্ত এই বিপর্যয়ের ব্যপ্তি ছিল।
চার - পাঁচ ঘন্টা ব্যাপি এই বিপর্যয়ের কারনে বিদ্যুৎ নির্ভর ভারতের আধুনিক সভ্যতা বিশাল আকারে ক্ষতির সম্মুখীন হয়। ভয়াবহতার কারন হচ্ছে এই বিপর্যয় দুই দিনে দ্বিতীয়বার হোল। তাতে ভারতের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার বেহাল অবস্থার দিক নির্দেশনা দিচ্ছে বলে মনে হচ্ছে (আমাদের আত্মতৃপ্তি করনের কোন কারন নেই, আমাদের অবস্থা ভারত থেকে কোন অবস্থাতেই ভাল নয়)।
ট্রেন থেমে গিয়েছিল, মাটির নিচে মাইনে কাজ করা শ্রমিকরা আটকে গেছিলেন, ট্রাফিক লাইট কাজ না করার কারনে, বিপর্যস্ত ট্রাফিক, ইন্টারনেট, ব্যংক, কারখানা সবই।
ভারতে বিদ্যুত বিপর্যয়
শেষ পরযনত ভুটান থেকে বিদ্যুত কিনতে হয়েছে ভারতকে।
কি কারনে এই ব্ল্যকআউট হয়েছিল, এখনও নিরুপন হয়নি তবে অনুমান করা হচ্ছে চাহিদার বেশি বিদ্যুত টানায় একে একে সব গৃড কম্পুটার বন্ধ করে দিয়েছিল।
এটি আবারও হতে পারে, কারন ভারতের বিদ্যুত বিতরন ব্যবস্থা কারিগরি ভিত্তির ওপর গড়ে ওঠেনি বলে মনে করা হচ্ছে(আমাদের দেশেও একই হাল)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।