বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন
নওয়াজেশ নলেজ সেন্টার প্রকৃতি ও বন্যপ্রাণী বিষয়ক বাংলাদেশের প্রথম জ্ঞান চর্চা কেন্দ্র
ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ (WTB) বাংলাদেশের প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ২০০৩ সালে যাত্রা শুরু করে। ইতোমধ্যে, বন্যপ্রাণী বিষয়ে শিক্ষা, গবেষণা ও সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখায় এই প্রতিষ্ঠানটি গত বছর জাতীয় পুরস্কার “বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১১” ও অর্জন করেছে। প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণের মহৎ কাজে মানুষকে বিশেষ করে তরুণ সমাজকে আগ্রহী ও তাদেরকে অংশগ্রহণের সুযোগ করে দিতে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ গত বছর ২০১১ সালের মার্চ মাসে চালু করে নওয়াজেশ নলেজ সেন্টার (NKC)নামে বাংলাদেশের প্রকৃতি বিষয়ক প্রথম জ্ঞান চর্চা কেন্দ্র। প্রকৃতি বিষয়ে জানা ও পড়াশোনার জন্য এ নলেজ সেন্টারে রয়েছে অনেক বই, ডকুমেন্টারি, ইন্টারনেট এবংজার্নাল এক্সেস সুবিধা ইত্যাদি।
প্রতিযোগিতার উদ্দেশ্যঃ
প্রকৃতি নিয়ে জ্ঞান চর্চাকে আরও মুক্ত, প্রাণবন্ত ও সহজসাধ্য করা এবং পুরস্কারের মাধ্যমে পোস্টদাতাদের উৎসাহ প্রদান করা।
পোস্টের বিষয়ঃ প্রকৃতি ও বন্যপ্রাণী বিষয়ে যেকোন পোস্ট যেমনঃ ফিচার, প্রবন্ধ, গল্প, ভ্রমণ কাহিনী, আলোকচিত্র, চিত্রাঙ্কন ইত্যাদি। আলোকচিত্রবিষয়, স্থান ও তারিখ সহ এবং চিত্রাঙ্কন বিষয় ও তারিখ সহ জমা দিতে হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীঃ
১) এটি সকল NKC মেম্বারদের জন্য উন্মুক্ত। প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২টি পোস্ট জমা দেয়া যাবে।
২) সকল পোস্ট সম্পাদক কর্তৃক পেইজে প্রকাশিত হবে।
পোস্টের নিচে পোস্ট দাতার নাম ও মেম্বারশীপ কোড নাম্বার থাকবে।
৩) জনপ্রিয় ও নিয়মিত পোস্টদাতা মেম্বারদের উৎসাহ প্রাদান করার জন্য সর্বোমট লাইকের ভিত্তিতে ছয়জন (তিনজন ছেলে ও তিনজন মেয়ে) মেম্বারকে পুরস্কৃত করা হবে। এছাড়াও সর্বোচ্চ লাইকের ভিত্তিতে সন্মিলিতভাবে একজনকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
**পুরস্কার হিসাবে থাকবে প্রকৃতি বিষয়ক বিভিন্ন বই ও প্রাইজবন্ড**
*** চ্যাম্পিয়ন এর জন্য থাকবে বই ও প্রাইজবন্ড এর পাশাপাশি ফিল্ডপ্যাকেজ (ব্যাকপ্যাক, হ্যাট, ফিল্ড ওয়াটার বোতল) এবং বাংলাদেশের আকর্ষণীয় একটি জায়গায় NKC মেম্বারদের সাথে ফ্রি ভ্রমন ও প্রকৃতি দেখার সুযোগ***
পোস্ট জমা দেয়ার নিয়মঃ
১) বাংলা অথবা ইংরেজি- যে কোন একটি ভাষায় পোস্ট জমা দেওয়া যাবে। চিত্রাঙ্কন ছাড়া সমস্ত পোস্ট ইলেকট্রনিক ভার্সনে জমা দিতে হবে।
২) সরাসরি অফিসে এসে বা ই-মেইলের মাধ্যমে পোস্ট জমা দেয়া যাবে। NKC’র ফেইসবুক পেইজে মেসেজ (Message) অপশন এর মাধ্যমেও পোস্ট পাঠানো যাবে।
*** এছাড়া এই প্রতিযোগিতা বিষয়ে যেকোন তথ্য জানতে চেয়ে ই-মেইল বা ফেইসবুকে মন্তব্য করলে এডমিনরা তথ্য দিয়ে সাহায্য করতে পারবে।
প্রধান সম্পাদকঃ তানভীর হোসেইন
সহকারী সম্পাদকঃ শারমীন বুলবুল লিটা ও মাইন উদ্দিন
যোগাযোগ:
অফিসঃ নওয়াজেশ নলেজ সেন্টার, ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ, কসমস সেন্টার
৬৯/১ নিউ সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা ১২১৭।
ফোনঃ ৮৩১৫৪৪৭
ফেইসবুক পেইজ: Noazesh Knowledge Centre
ফেইসবুক গ্রুপ www.facebook.com/groups/nkcdhaka
ইমেইলঃ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।