আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে পারছেননা সাকিব-তামিমরা !!!

আসন্ন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) অংশ নেয়ার সুযোগ পাওয়া পাঁচ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণে বুধবার জরুরি সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটি। বিসিবিকে কিছু না জানিয়েই জাতীয় দলের বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম, ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ ১১ জন ক্রিকেটার নিজেদের এজেন্টের মাধ্যমে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আইসিসির নিয়মানুযায়ী অন্য দেশে খেলতে হলে নিজ দেশের বোর্ড থেকে ক্রিকেটারদের অনাপত্তিপত্র বা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) নিতে হয়। ১১ অগাস্ট থেকে এসএলপিএল শুরু হলেও এখনো শ্রীলঙ্কার বোর্ড থেকে এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি বিসিবি। বিসিবির অবশ্য এই পাঁচ জনকে এনওসি দিতে আপত্তি নেই।

তবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সব কিছু নিয়ম মেনে করতে চায়। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন সিরাজ বলেন, “সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। কোনো সন্দেহ নেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটাররা শ্রীলঙ্কায় খেলতে গেলে তাদের অভিজ্ঞতা বাড়বে। কিন্তু সবার আগে দেখতে হবে সে সময় জাতীয় দলের কোনো খেলা আছে কিনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরো প্রস্তুতি ম্যাচ খেলতে হতে পারে।

জাতীয় দলের অনুশীলনও চলতে পারে। সব কিছু বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিতে চাই। ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.