আমাদের কথা খুঁজে নিন

   

আমার শ্রীলঙ্কান আন্টির আকা কিছু সুন্দর পেইন্টিং / See some nice paintings of my great Sri -Lankan aunty .

সত্য অপ্রিয় হলেও সুন্দর

I met with her in the net almost about 1 year ago at livemocha.com. Her name is Kamaleeni Suchitra Colonne . She was one of the helping partners in learning a language. After discussion and chatting with her i found she was very much interested about my country.Not only she is interested about new places but also she has much love for various arts like songs,paintings,poetry etc. She is a good poet also. She is actually a good woman having a quality to mix with people and she loves to take them friendly. She works a lot for social welfare . She likes me very much and feels the interest to visit Bangladesh.In various quality of her, one of quality is painting. I requested her to share those paintings in somewhere in blog. At first she did not permit to give me those but later she gave after a lot insist. Despite being in so far away if someone can come near and love from heart, she is the example. I also like her very much. Wishing you a happy and healthy life, my great aunty. Friends, I am thinking about sharing those nice paintings with you . মানুষ এক অদ্ভুত জীব যে কাউকে সামনা সামনি না দেখেও মন থেকে ভাল বাসতে পারে। নিঃসন্তান এই মহিলা টি সব সময় আমার প্রতি অনুভব করেন সন্তানতুল্য স্নেহ। আমি যেন তার কত দিনের পরিচিত। এই এক বছরে আমি তার পরিবারেরই একজন সদস্য হয়ে গেছি। এমন কোন বিষয় নেই যা আমার সাথে শেয়ার করেন না তিনি।

পৃথিবীতে তার মতও এমন সরল আর ভাল মানুষ আছেন তার সাথে পরিচিত না হলে আগে বিশ্বাস করতাম না। ওনার কিছু পেইনটিং শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভাল লাগবে এবং চমৎকার কিছু মন্তব্য আশা করছি আপনাদের কাছ থেকে। কমেন্ট ইংরেজীতে হলে ভাল হয় উনি সরাসরি পোস্টটি দেখছেন এই মুহুর্তে। বাংলায় করলেও সমস্যা নেই।

আমরা বাংলাদেশীরাও মানুষকে অনেক ভাল বাসতে পারি নিশ্চই। ওনি গান শুনতে খুব ভাল বাসেন এবং বাংলা গানও উনার খুব পছন্দের। ইচ্ছা করলে কেউ ভাল কোন গানের লিংক ও দিতে পারেন উনার জন্য। ধন্যবাদ সবাইকে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.