আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে তামিম

বাংলার জনগন

ক্ষণিকের জন্য দেখা দিয়েই আবার মিলিয়ে গিয়েছিল তাঁর আইপিএলে নাম লেখানোর সম্ভাবনা। ইনজুরির কারণে আইপিএলের চলতি আসর থেকে ব্র্যাড হ্যাডিন দেশে ফিরে যাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) হন্যে হয়ে খুঁজছিল এ অস্ট্রেলিয়ানের রিপ্লেসমেন্ট। সে সময় কেকেআরের বিবেচনায় ছিলেন তামিম ইকবালও। কিন্তু হ্যাডিনের বিকল্প হিসেবে একজন উইকেটকিপারকে বেছে নেওয়ার চিন্তা থেকে শাহরুখ খানের মালিকানাধীন ফ্রেঞ্চাইজি কিনে নেয় দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারকে। তাই বন্ধু সাকিব আল হাসানের সঙ্গী হওয়া হয়নি তামিমের।

তবে আইপিএলে খেলা না হলেও প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলার সম্ভাবনা উজ্জ্বল তামিমের। ১৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) যে ৩৩ জন বিদেশি ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি এ মারকুটে ওপেনারই। সর্বশেষ বিশ্বকাপে চমক দেখানো আয়ারল্যান্ড থেকেও আছেন একজনই। আর তিনি অনুমিতভাবেই বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া কেভিন ও'ব্রায়েন। তালিকায় নিউজিল্যান্ডের শুধু ডেনিয়েল ভেট্টোরিকে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও শন টেইটদের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল-কিয়েরন পোলার্ডরাও। ৩৩ জনের মধ্যে সর্বোচ্চ ১২ জন ভারতের। তালিকায় পাকিস্তানের ওয়ানডে ও টোয়েন্টি টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদিসহ আছেন ছয়জন। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো শোয়েব আখতার, মাখায়া এনটিনি এবং আইপিএল ফোরের নিলামে বিক্রি না হওয়া হার্শেল গিবসকেও রাখা হয়েছে। এ টুর্নামেন্টের সব খেলাই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

ওয়েবসাইট বিদেশি ক্রিকেটারদের তালিকা অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, শন টেইট, কালাম ফার্গুসন ও ডেনিয়েল ক্রিস্টিয়ান। বাংলাদেশ : তামিম ইকবাল। ভারত : দীনেশ কার্তিক, ইরফান পাঠান, মানিশ পান্ডে, মনোজ তিওয়ারি, মুনাফ প্যাটেল, পল ভালথাটি, প্রাভীন কুমার, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, সৌরভ তিওয়ারি, উমেশ যাদব ও বিনয় কুমার। আয়ারল্যান্ড : কেভিন ও'ব্রায়েন। নিউজিল্যান্ড : ডেনিয়েল ভেট্টোরি।

পাকিস্তান : ইমরান নাজির, শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, সোহেল তানভীর, উমর আকমল এবং ওয়াহাব রিয়াজ। দক্ষিণ আফ্রিকা : অ্যালবি মরকেল, হার্শেল গিবস, লোনওয়াবো সোসোবে এবং মাখায়া এনটিনি। ওয়েস্ট ইন্ডিজ : ক্রিস গেইল, ডানজা হায়াত, ড্যারেন ব্রাভো ও কিয়েরন পোলার্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.