যদি সত্য সহ্য করার সাহস না থাকে তাহলে প্রশ্ন না করাই উত্তম! লেখার শিরোনাম দেখে আমাদের দেশের পাবলিক বাসের ক্যানভাসারদের কথা মনে হওয়া স্বাভাবিক তবে এটা সে ধরনের তেমন কোন পোস্ট না! নিতান্তই ব্যাক্তিগত অভিজ্ঞতার পোস্ট এটা! ব্লগের একাউন্ট খোলা হয়েছে অনেকদিন! সাথে কিছু পোস্টও করার চেস্টা করেছি। কবি/সাহিত্যিক তো না যে বসলেই লেখা বের হয়ে যাবে ২/৪ টা! কষ্ট করে যে এক- আধটা লিখলাম তা দিয়ে দিলাম পোস্ট করে! কিন্তু মাত্র খোলা ব্লগ একাউন্ট!! এগুলো কি আর কেউ পড়ে দেখবে! প্রথম পাতায় ই তো যাবে না! এভাবে কিছুদিন গেল!! বসে বসে লিখতে আর ভাল লাগে না!! শুয়ে লেখার সুবিধা নাই তাই লেখা দিলাম বন্ধ করে! কিন্তু মনের ভেতরের বাসনাতো ঠিক-ই আছে যে একদিন সেইফ ব্লগার হতে হবে! কি করা যায়!!? হটাৎ মনে এল সেই পুরানো অস্রের কথা!! কপি-পেস্ট!! দিয়ে দিলাম একটা!! ব্যাস আর যায় কোথায়!! পরের বার লগ-ইন করেই দেখে ওয়াচ থেকে জেনারেল এ প্রমোশন!! (মোরালঃ কপি-পেস্ট করলে প্রমোশন পাওয়া যায়!!) (অনুরোধঃ সবাই আমার মত ফাঁকিবাজী করবেন না দয়া করে! যাদের লেখার হাত ভাল তারা নিজস্বতা ধরে রাখুন আর যত সম্ভব লিখুন!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।