আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি . এই ব্লগে আসিবার পর হইতে দেখিতেছি যে সুলেমানী ব্যান খাওয়া নিয়া অনেক ক্যাচাল হইতেছে । সুলেমানী ব্যান কি এবং খাইলে কেমন লাগিয়া থাকে তা জানার শখ আমার মনে জাগিয়াছে ।ব্যান খাইলে নাকি বড়, প্রগতিশীল,সাহসী এবং জনপ্রিয় ব্লগার হওয়া যায় ।এমতা অবস্থায় কি করলে আমি সুলেমানী ব্যান খাব এবং বড় ব্লগার হইতে পাড়িব কেহ কি জানাইয়া উপকৃত করিবেন? আমার কিন্তুক ব্যান খাওয়ার ব্যাপক ইচ্ছা *অঃটঃবাংলা বিষয়ে ছাত্র এবং শিক্ষকরা এই পোষ্ট পড়বেন না ।গুরুচন্ডালি দোষ ও খুজে বের করবেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।