আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের ৫টি অমূল্য বছর কাটিয়া গেল এই ব্লগেই

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই পোস্ট করেছেন: ৫৭১টি মন্তব্য করেছেন: ১৪২২৫টি মন্তব্য পেয়েছেন: ১৩৪২৮টি ব্লগ লিখেছেন: ৫ বছর ৩ ঘন্টা ব্লগটি মোট ২৪৬৯৪৪ বার দেখা হয়েছে আমার এক বন্ধু । ডাক নাম শাপলু। ও তখন চাকুরি করত আমাদের সময় পত্রিকায়। একদিন গেলাম ওর অফিসে। দেখি সে মহাব্যস্ত।

সামহোয়ারইন ব্লগ নামে একটা পেজ খুলে লেখা পড়ছে। সেই শাপলুর কাছ থেকে প্রথম ধারণা পেলাম। তারপর নিজ নামে একটা নিক নিলাম। লিখব লিখব করে আর লেখা হল না, তার আগেই পাসওয়ার্ড ভুলে গেলাম। শাহজাহান শামীম নামের ওই নিক এখনো পড়ে আছে কোন লেখা ছাড়াই।

কিন্তু দমে যাই নি। এরপর এই নিক। প্রথম তো কী লিখব তা-ই ভেবে পেলাম না। কিন্তু এখন কত কিছু লিখতে ইচ্ছে করে লেখার সময়ই পাই না। কী আর করা।

এই ব্লগে কত কত মানুষের থুক্কু নিকের আড়ালে থাকা মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। কী একটা উত্তাল সময় গেছে। এমন দিনও গেছে পুরো দিন কেটে গেছে এই ব্লগে। কত কত মজার লেখা লিখেছি। আজ গুণে দেখি এই পোস্টটা ছাড়াই ৫৭১টা পোস্ট হয়ে গেছে।

আর জীবনের মূল্যবান ৫টি বছর কাটিয়া আরও ৩ ঘণ্টা যোগ হয়েছে এই ব্লগে। সামু ছাড়াও আরও আরও কমিউনিটি ব্লগ এসেছে। অনেক জায়গায় রেজিস্ট্রেশনও করেছি। কিন্তু নিজের বাড়ি মনে হয় এই সামুকেই। নিজের বাড়িতে মানুষ বসবাস করে, আর অন্যের বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যায়।

ধন্যবাদ সামু, আমার নিজের একটা ভার্চুয়াল বাড়ি দেয়ার জন্য। আপনাদের এই মিলন মেলায় এসে যেই সুন্দর সময়টুকু পেয়েছি, তার জন্য সব ব্লগারের প্রতি অশেষ কৃতজ্ঞতা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.