লিবিয়ায স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। মাহে রমযান” আতিকুল ইসলাম লিটন মাহে রমযান তুমি মহান মানুষের ষড়স্মপুকে দমন করার আরেক নাম। সংযম আর আত্মশুদ্ধির মাস মাহে রমযান তুমি কত ভাগ্যবতি মাহে রমযান তুমি আল্লাহ প্রদত্ত মাস রমযান মানুষ নিজেকে সংযত রাখার জন্য ৩০ দিন থাকে উপবাস। ভোর রাতের সেহরী খেয়ে মাগরীব অবধি থাকে সদা ভীত আতঙ্কগ্রস্থ। আল্লাহ তোমার নৈকট্য লাভের আশায় মুসলমান। নরনারী করে উপাসনা হৃদয়ে গেথে রাখে পবিত্র কোরানের পক্তিমালা। মাহে রমযান তুমি মহান রমযানের ইফতার বেলা রোযাদারদের হৃদয়ে ভেসে উঠে তোমার মহীমা। শিরক আর পাপাচার থেকে বিরত থাকার মাস তুমি মাহে রমযান। মানুষকে ক্ষমা করে দেয়ার মাস তুমি পবিত্রতম মাস তুমি হে মাহে রমযান মাহে রমযান তুমি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।