আমাদের কথা খুঁজে নিন

   

মাহে রমযান!!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

আবার এসেছে ফিরে পবিত্র মাহে রমযান, রহমত মাগফেরাত নাযাতের আশায় সিক্ত মুসলমান। সারাদিনময় রোজা রাখিয়া সন্ধ্যায় ইফতার, জীবিকার শ্রমে তবু ক্লান্তি নাই ছুটে চলে দূনির্বার। দেহের কষ্ট একটু হলেও মনে থাকে অহংকার, কারন রোজাদাররা পাবেন মহান আল্লাহর একান্ত পুরস্কার। তবু কিছু লোক লোভের বশে করে পরিতাপ, মনে করে করে এই রোজা যেন তাদের জন্য অভিশাপ। গ্যাষ্টিক-আলসারের মিথ্যা ধোয়া তুলে, অশেষ রহমত থেকে বঞ্চিত করে নিজেদেরই ভুলে। রহমতে পূর্ন এই রমযান মানে নহে শুধু না খাওয়া, মানব শরীরের সুষ্ঠ চলনে এ এক অপরিসীম দাওয়া!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।