আমাদের কথা খুঁজে নিন

   

চোখের ছানি বা ক্যাটারেক্ট (CATARACT)

ছানি কি? ক্যামেরাতে যেমন লেন্স থাকে, তেমনি চোখের ভিতরেও একটি স্বচ্ছ লেন্স থাকে। যদি কোন কারনে এই স্বচ্ছ লেন্সটি অস্বচ্ছ হয়ে যায়, তখন তাকে ছানি বলে। ডাক্তারি ভাষায় একে বলা হয় ক্যাটারেক্ট (CATARACT). ছানির কারন কি? অনেকগুলো কারনে চোখে ছানি পড়তে পারে। যেমনঃ জন্মগত কোন ত্রু টি থাকলে, বার্ধক্যজনিত কারনে, চোখে আঘাত পেলে, চোখে কোন প্রদাহ হলে এবং ডায়াবেটিস এর কারনে। তবে সবচেয়ে বেশি ছানি হয় বার্ধক্যজনিত কারনে।

ছানি রোগের লক্ষণ কি? ছানি রোগের অনেকগুলো লক্ষণ আছে,এর মধ্যে অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে- কোন বস্তুকে ঝাপসা দেখা। দূরে ধীরে ধীরে কম দেখা। ছানির কারনে নীল ও বেগুনী রং চিনতে অসুবিধা হয়। ছানি হলে রাতের বেলায় গাড়ি চালানোর সময় চোখে আলোর ঝলকানি পড়ে, যা অনেক সময় খুবই অস্বস্তিকর। ছানির চিকিৎসা কি? ছানি রোগের চিকিৎসা ঔষধ কিংবা চশমা দিয়ে হয় না।

ছানির একমাত্র চিকিৎসা অপারেশন। ছানির জন্যে কি অপারেশন করা হয়? ছানি অপারেশনে, চোখের ভিতরের অস্বচ্ছ লেন্সটি বের করে তার জায়গায় কৃত্রিম স্বচ্ছ লেন্স বসানো হয়। ছানি অপারেশন বিভিন্নভাবে করা হয়। যেমনঃ ১) ফ্যাকো সার্জারী (সেলাই বিহীন ছানি অপারেশন) ২) প্রচলিত ছানি অপারেশন -ক) সেলাইযুক্ত খ) সেলাইবিহীন (এস, আই,সি,এস) ছানির চিকিৎসা না করলে কি হবে? দৃষ্টি ধীরে ধীরে কমতে থাকবে । বেশি দেরি করলে গ্লুকোমা, প্রদাহ, তীব্র ব্যাথাসহ পুরোপুরি অন্ধ হয়ে মারাত্মক জটিলতা বয়ে আনতে পারে।

ফ্যাকো সার্জারী কি? ফ্যাকো সার্জারি, ছানি অপারেশনের এক যুগান্তকারী আবিষ্কার। এটি একটি সহজ অপারেশন। একটি ছোট ছিদ্রের মাধ্যমে ফ্যাকো মেশিনের সাহায্যে ঘোলা লেন্সটিকে ভেঙ্গে ছোট ছোট টুকরায় বের করে আনা হয় এবং তার জায়গায় একটি নতুন কৃত্রিম লেন্স বসানো হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ১০-১৫ মিনিট সময় লাগে। এই কৃত্রিম লেন্সটি পূর্বের স্বাভাবিক লেন্সের মত কাজ করবে।

একে Intraocular Lens বা চোখের প্রতিস্থাপিত লেন্স বলে। ফ্যাকো সার্জারীর সুবিধাসমূহঃ ১) এই পদ্বতিতে ঘোলা লেন্সটিকে ভেঙ্গে ছোট ছোট টুকরায় বের করে আনা হয়। ফলে না কেটে, শুধুমাত্র একটি ক্ষুদ্র ছিদ্র (২.২-৩.২ মি.মি.) করে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব। ২) সেলাই বিহীন। ৩) রক্তক্ষরণ সাধারণত হয় না, হলেও সামান্য।

৪) অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালে থাকতে হয় না,অপারেশনের পরেই বাড়ী চলে যাওয়া যায়। ৫) খাবারের ব্যাপারে কোন বিধি নিষেধ নেই। ৬) চোখ সামান্য কাটা হয় বলে দ্রুত সেরে উঠে। ৭) প্রায় ব্যাথামুক্ত। প্রচলিত ছানি অপারেশনের অসুবিধাঃ ১) এই অপারেশনে ঘোলা লেন্সটিকে একসাথে বের করে আনা হয়।

ফলে বেশি কাটতে হয়। ২) বেশি কাটার কারনে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে, ব্যাথা অনুভব হতে পারে এবং সেরে উঠতে বেশি সময় নেয়। প্রতিস্থাপিত লেন্স ( Intraocular Lens) কি? চোখের ভিতরে অস্বচ্ছ লেন্সটিকে সরিয়ে যে কৃত্রিম লেন্সটি বসানো হয়,তাকে প্রতিস্থাপিত লেন্স বলে। এটি দুরকমের হয়ঃ ১) শক্ত লেন্স (Rigid Lens) ২) নরম লেন্স (Foldable Lens) শক্ত লেন্সের ( Rigid/Foldable Intraocular Lens) অসুবিধাঃ ১) শক্ত বলে ভাঁজ করা যায় না। ফলে বেশি কাটতে হয়।

২) বেশি কাটার কারনে প্রদাহ, রক্তক্ষরণ, ব্যাথা সবকিছুই বেশি হয় এবং সেরে উঠতে দীর্ঘ সময় লাগে। ৩) পুনরায় ঘোলা হওয়ার সম্ভাবনা থাকে(শতকরা ৩০-৩৫ ভাগ)। সেক্ষেত্রে দৃষ্টিশক্তি পুনরায় কমে যায়। নরম লেন্স ( Soft Foldable Intraocular Lens) এর সুবিধাঃ ১) নরম হওয়ায় ভাঁজ করা যায়। ফলে শুধুমাত্র একটি ক্ষুদ্র ছিদ্র করে লেন্স প্রতিস্থাপিত করা যায়।

২) কম কাটার কারনে প্রদাহ, ব্যাথা এবং রক্তক্ষরণের সম্ভাবনা প্রায় থাকে না এবং খুব দ্রুত সেরে উঠে। ৩) পুনরায় ঘোলা হওয়ার সম্ভাবনা শক্ত লেন্সের চেয়ে অপেক্ষাকৃত অনেক কম। শতকরা ১-১০ ভাগ। লেন্স প্রতিস্থাপনের পর পুনরায় কি ছানি হতে পারে? ছানি পুনরাবৃত্তি হতে পারে। লেন্সের চারপাশের একটি আবরণ থাকে, সামনের আবরনের ঠিক পেছনে একজাতীয় কিছু কোষ থাকে, এগুলোকে বলা হয় লেন্স ইপিথিলিয়াল কোষ ( LEC ) আধুনিক ছানি অপারেশনে সামনের কিছু অংশ কেটে,ভিতর থেকে লেন্সের অস্বচ্ছ অংশ বের করে আনা হয়।

ফলে সামনের আবরনের কিছু অংশ এবং পিছনের আবরন সম্পূর্ন থেকে যায়, যার সহায়তায় কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়। থেকে যাওয়া সামনের আবরনের সাথে লাগানো কোষগুলো পরবর্তীতে বৃদ্ধি পেয়ে পিছনে চলে আসে এবং পুনরায় পেছনের স্বচ্ছ আবরণকে অস্বচ্ছ করে, যার ফলশ্রুতিতে রোগি আবার কম দেখে। একে বলা হয় Posterior Capsule Opacification(PCO) অথবা পুনরায় ছানি। কিভাবে ছানি পুনরাবৃত্তি ( PCO) প্রতিরোধ করা যায়ঃ আধুনিক ছানি অপারেশনের মূল লক্ষই হচ্ছে, ছানির পুনরাবৃত্তি প্রতিরোধ করা কিংবা এটিকে সহনীয় মাত্রায় নিয়ে আসা। অনেকগুলো পদ্বতিতে ছানির পুনরাবৃত্তি প্রতিরোধ করা যায়, এর মধ্যে অন্যতম হচ্ছে- ১) ফ্যাকো পদ্ধতিতে ছানি অপারেশন-কারন মেশিনের সাহায্যে সামনের আবরনের কোষ এবং লেন্সের অস্বচ্ছ অংশ ভালভাবে পরিষ্কার করা যায়, যা প্রচলিত ছানি অপারেশনে খুবই কষ্টসাধ্য ২)উন্নতমানের লেন্স প্রতিস্থাপন Alcon Lens ( আমেরিকায় তৈরী এবং FDA Approved) 1. Alcon PMMA ( শক্ত লেন্স ) 2. Alcon AcrySof Single Piece ( নরম লেন্স ) 3. Alcon AcrySof IQ ( নরম লেন্স ) AcrySof Single Piece ১) নরম লেন্স তাই সহজে ভাঁজ করে চোখে ঢুকানো যায়।

২) চোখে ক্ষুদ্র (২.২-৩ মি.মি. ) ছিদ্র করে লেন্স প্রবেশ করানো হয়, ফলে চোখে প্রদাহ কম হয়। ৩)সিঙ্গেল পিস এবং AcrySof নামক Acrylic উপাদানে তৈরি, যা সহজে ভাঁজ হয় এবং দীর্ঘমেয়াদী উন্নত দৃষ্টি দেয়। ৪)হাইড্রোফোবিক ( Hydrophobic ) উপাদানে তৈরি বলে লেন্সের পুনরায় ঘোলা হওয়ার সম্ভাবনা খুবই কম । (  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.