চোখ শুধু ভাসে চোখেরই জলে,
মন শুধু কাঁদে তোমার অন্তালে,
দেখেও দেখিনি সেই আমি।
শোনেও শুনিনি সেও আমি।
ভাল বাসার বেদনাতে শুধায় কাকে কে?
আমি যাকে শুধায় সে তোমোরই দ্বীক্ষা।
সন্ধিক্ষনে সন্ধি করলে তুমি যাকে,
সে যে তোমার সন্ধি বিচ্ছেদ করবেই,
তাতে নেই কোন ছূতা।
যাকে তুমি করলে ভরণ,
সে তোমাকে করবে না বিচার।
তুমি নারী চোখে দেখ গাড়ি-বাড়ী,
ভাঙ্গ শুধু কি ঘরবাড়ী?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।