আমাদের কথা খুঁজে নিন

   

((প্রকাশ্য দিবালোকে দখল করে নিলো আমার একযুগের প্রতিষ্টিত ব্যবসা প্রতিষ্টান''গ্রীণ এয়ার'' আমি অসহায়ের মতো শুধু দাড়িয়ে দেখলাম ,কিছুই করতে পারলামনা....))

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি ((প্রকাশ্য দিবালোকে দখল করে নিলো আমার একযুগের প্রতিষ্টিত ব্যবসা প্রতিষ্টান''গ্রীণ এয়ার'' আমি অসহায়ের মতো শুধু দাড়িয়ে দেখলাম ,কিছুই করতে পারলামনা....)) .................................................Published by Dolan Mahmud ........................................................................................... Sabbir Ahmed আমি একজন সাধারন ব্যবসায়ি,এক যুগের ও বেশী সময় থেকে আমি সিলেট শহরের মেন্দিভাগ বিশ্বরোড এলাকার আখতার ম্যানশন এ ভাড়াটিয়া হিসেবে ''গ্রীণ এয়ার কার এয়ার কণ্ডিশন'' নামিয় প্রতিষ্টানে অত্ত্যন্ত সফলতার সাথে গাড়ির এসির ব্যবসা করে আসছিলাম,কিন্তু দূর্ভ্যাগের বিষয় হলো ,লোভী ও অশিক্ষিত মার্কেট মালিক আখতার হোসেন লোভের বশে,আমার সাথে বিরোধ সৃষ্টি করে বিগত-08.05.09ইং তারিখে আমাকে উচ্ছেদ করার জন্য,জুম্মার নামাজের সময় দোকানের তালা ভেংগে মালামাল লুটপাট করাকালে তার সাথের চোরেরা পুলিস কর্তৃক হাতেনাতে ধৃত হয়,যা শির্ষস্থানিয় সকল জাতিয় ও স্থানিয় প্রত্রিকায় ছবি সহ ছাপা হয়,এবং এ ব্যাপারে জি.আর.-501/09 নং মামলা হয়েছিল ।পরবর্তিতে আপোষ নিস্পত্তিতে আমাকে আখতার হোসেনের মালিকানাধিন এই দোকান কোঠাটি ভাড়া বন্দোবস্থ দেওয়া হয় ,আমি কোর্ট থেকে মামলা তুলে নেই।কিন্তু মামলা তুলে নেয়ার পর থেকেই আখতার হোসেন পুনরায় আমার সাথে শত্রুতা শুরু করে, যার ধারাবাহিকতায় আমাকে ভাড়া খেলাপী করার উদ্দেশ্যে আমার ভাড়া গ্রহন থেকে বিরত থাকলে ,আমি ''ভাড়া নিয়ন্তন আইন'' এ কোর্টে মামলা করি (মামলা নং- 09/2012 তাং- 04.04.12) সেই সাথে আখতার হোসেন যেন পূর্বের মতো আমার দোকান লোটপাট ও দখল করতে না পারে ,তার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য 28.03.12 ইং তারিখে পুলিস কমিশনারের নিকঠ আবেদন করি (স্মারক নং-3604/মিস) তাছাড়া 22.07.12ইং সিলেট মহানগরী পুলিশ কর্তৃক আয়োযিত '' ওপেন হাউস ডে'' তে উপস্থিত হযে জানাই যে আমাকে জোর পূর্বক উচ্ছেদ করার অব্যাহত হুমকি দেয়া হচ্ছে ও আমার দোকান দখলের পায়তারা চলছে। পুলিশের বড় কর্তা আমাকে সহায়তার আশ্বাস দিলে ও ছোটকর্তাদের পরোক্ষ মদদে সন্থ্রাসিদের সহায়তায় আমার জিবিকার একমাত্র উত্‍সস্থল আমার বাচ্ছাদের ভবিষ্যত বেদখল হয়ে গেল প্রকাশ্য দিবালোকে (26.07.12ইং দুপুর 12 টার সময়)। তবে পুলিশের বড়কর্তারা এখ্নো আমাকে সহায়তার আশ্বাস দিয়ে জাচ্ছেন........ কিন্তু আমিতো জানি তাদের সহায়তা ক্রয় করার মতো বিত্ত ও প্রতিপত্তি আমার নেই।তাই অসহায় আমি সুহৃদদের সহানুভূতি কামনা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.