আমাদের কথা খুঁজে নিন

   

জ্ঞানীদের আশ্চর্য বিষাদ

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর। আদিগন্ত দুর্বাদলের নীলাভ শয্যায় ভোরের মিহিন শিশিরের কণ্ঠে ঝলমল করে জ্ঞান তার, আনন্দময় ঈর্ষায়; তিনি অনন্য এক প্রভাত জ্ঞানী। রুষ্ট মার্তণ্ডের অনলবর্ষী রোদ্দুরে চৌচির্ণ কাষ্ঠখণ্ডের ম্রিয়মাণ হৃদয়ে জাগে স্বনন পাণ্ডিত্যে তার, নির্মোহ নির্লিপ্ততায়; তিনি প্রখর এক মধ্যাহ্ন জ্ঞানী। শেষ বিকেলের ক্ষুদ্র ছায়া সরসর করে হারায় সূর্যাস্তে প্রসারিত প্রজ্ঞার তোড়ে তার, অহং তুচ্ছতায়; তিনি সুদীর্ঘ এক অপরাহ্ন জ্ঞানী। বিস্তৃত হয় জ্ঞান তার অতঃপর দিবারাত্রির পরিক্রমায়,মহাকালের চক্রে; আশ্চর্য এক জাদুর কাঠি হস্তে তার সুনিপুণ ছোঁয়ায় দ্বিভাজন করেন মানুষ তিনি শুভ্রতায় কৃষ্ণতায়। কেবল দুর্লভ কোনো মুহূর্তে, ভ্রান্ত হয় যখন বিবেচনা তার, এক চিলতে বিষাদ শুধু উঁকি দেয় মনে, নহে শুভ্রের কৃষ্ণতায় নহে কৃষ্ণের শুভ্রতায়, আত্মজ্ঞানের ভ্রান্তিতে নিছক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।