আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তব জীবন ও জ্ঞানীদের পরামর্শ (অসম্পূর্ন্য) চলবে.............

আজ কিছু জীবনের কথা আলোচনা করবো.... জানাবো কিছু সত্য... জানতে চাইবো কিছু পরামর্শ। এই ব¬গ আমার প্রিয় । ব¬গ পড়তে এবং ম্ক্তু আলোচনা করতে ও সুন্দর আলোচনা পেতে পছন্দ করি। এসব কারনে এই ব¬গে আমি আমার কিছু নির্ধারিত সময় কাঁটাই। আমাদের জীবন নানা সমস্যায় জর্জরিত ।

যখন কারো কষ্ট দেখি মনটা হু হু করে কাঁদে। যদি সে সময়টায় একটু সামান্যতম হলেও সাহায্যে করতে পারি তবে মনটা হালকা হয়। আমার সাধ্য তত নাই, বুদ্ধি ও না। বুদ্ধি কম থাকায় অন্য কারো হেল্প নিতে আমি আগ্রহী। জানেন তো দুর্বলরা সমসময় অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে।

তাই আপনাদের উপর একটু নির্ভরশীল হচ্ছি। আমি তাদের অর্থ দিয়ে সাহায্যে করতে পারবো না, কায়িক পরিশ্রম দিয়েও না। অন্ততঃ পরামর্শ দিয়ে ও যদি হেল্প করতে পারি তবে এইটুকুই আমার শান্তনা। আমি যাদের কথা বলবো তাদের নাম দিলে হয়তো কষ্ট পাবে তাই মেয়েটির নাম এক্স থাকলো ছেলেটির নাম ওয়াই। তাদের পরিচয় ঃ মেয়েটি এস.এস.সি পাস করে একটি স্বনামধন্য কলেজে পড়ছে।

ছেলেটি একটি প্রতিষ্ঠিত কম্পানীতে চাকুরীরত। তাদের পরিচয় হয় ফোনের মাধ্যমে মেয়েটি প্রথম ফোন করে। এরপর ...একদিন সকালে দেখা। তারপর ঘুরতে যাওয়া। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।