Just focus on whats important,
Capture the good tyms,
Develop from the negatives,
And if things don't turn out,
just take another shot!
ভালো ফটোগ্রাফার হতে হলে সময়ের প্রয়োজন আছে । কেউ যদি আপনার তোলা ছবি নিয়ে হাসাহাসি করে, তাদের উপর রাগ করে ফটোগ্রাফি ছেড়ে দেওয়া বোকামি হবে । ফেসবুকে একটা পেজ আছে- "চৌধূরী সাহেব, গলায় একটা DSLR ঝুলালেই ফটোগ্রাফার হওয়া যায় না"। একজন বিখ্যাত ফটোগ্রাফার হচ্ছেন- ইয়ান আর্থাস র্বাট্রান্ড । ইয়ান আর্থাস র্বাট্রান্ডের ১৩ই মার্চ ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিস শহরে জন্ম গ্রহন করেন।
তিনি একাধারে ফটোগ্রাফার, সাংবাদিক, গবেষক, চিত্র পরিচালক ও পরিবেশবীদ। এই ফটোগ্রাফার ১৯৯১ সাল থেকে পৃথিবীর ১০০টি দেশের ১০০ জন বিখ্যাত ফটোগ্রাফারের প্রায় ৫০০০০ বিখ্যাত ছবি নিয়ে ইমেজ ব্যাংক নামাক একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।
"হস ফাস" একজন বিখ্যাত ফটোগ্রাফার। তার তোলা অসংখ্য বিখ্যাত ছবিগুলোর মধ্যে আছে সায়গনে এক ভিয়েতকং সেনাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার দৃশ্য। এছাড়াও তার তোলা মার্কিন নাপাম বোমার হামলা থেকে পালাতে চাওয়া উলঙ্গ এক ভিয়েতনামি কিশোরীর কান্না দৃশ্যও পৃথিবীর অন্যতম সেরা কমব্যাট ফটোগ্রাফির নিদর্শন হিসেবে অভিহিত হয়।
তার জীবনের সবচেয়ে বিখ্যাত কাজগুলো হয়েছে ভিয়েতনাম যুদ্ধের সময়। ভিয়েতনাম যুদ্ধের বিভীষিকা ক্যামেরায় তুলে আনার মাধ্যমেই তিনি প্রথম পুলিৎজার পুরষ্কার পান ১৯৬৫ সালে। অর্জন করেন, যার মধ্যে অন্তর্ভূক্ত ছিলো ফটোগ্রাফির নোবেল হিসেবে খ্যাত পুলিৎজার পুরষ্কারও।
ব্রাজিলিয়ান ফটোগ্রাফার সালগাদ,যিনি ইকোনমিক্সে ডক্টরেট করেছেন,তিনি নিজ চেস্টায় আজ বিখ্যাত ফটোগ্রাফার, এবং স্তিভ ম্যাকারি সহ অনেকেই আছেন। 'এলেন ভন আনওয়ার্থ' একজন বিখ্যাত ফটোগ্রাফার ।
তার নগ্ন ফটোশুটে অংশ নিয়ে রেচেল এখন বিশ্ব মিডিয়ার সংবাদের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন । ইউএস পাবলিকেশন্সের জন্য করা এই ফটোশুটে রেচেল ক্যামেরাবন্দি হয়েছেন এক টুকরো সাদা কাপড়ে। আর শরীরের উপরিভাগে কোন পোশাকই পরেননি তিনি। মূলত ফটোগ্রাফারের অনুরোধেই এ ফটোশুটে অংশ নিয়েছেন এবং নগ্ন হয়েছেন রেচেল। এই ছবি তোলা ও ফটোগ্রাফার এলেন বিষয়ে সমপ্রতি নিজের টুইটার ওয়ালে রেচেল বলেছেন, অনেক ভাল একটি ফটোশুট হয়েছে এটি।
আমার ক্যারিয়ারের অন্যতম শুট। তবে যে কারও সামনে এতটা কম কাপড়ে দাঁড়াই না আমি। ফটোগ্রাফার এলেন বলে কথা। আর তাকে আমি না করতে পারি না। শুধু তার জন্যই নগ্ন পোজ দিয়েছি।
তার কাছে আমি কোন কিছুই লুকাতে চাই না।
ফোটোগ্রাফিতে নিজের দক্ষতার পাশাপাশি শৈল্পিক জ্ঞানের সমন্বয়ে যে কেউ গড়তে পারেন উজ্জ্বল ভবিষ্যৎ । সে জন্য সবার আগে প্রয়োজন সৃষ্টিশীল ও শৈল্পিক মন। শৈ্ল্পিকতা কোনো নিয়ম মানে না । আমি মনে করি একজন ফটোগ্রাফারের সর্ব প্রথম ক্যামেরার ব্যবহার, এক্সপোজার নিয়ন্ত্রণ, হোয়াইট ব্যালেন্স, লাইটিং, স্টুডিও এবং আউটডোর ফটোগ্রাফি, ডিজিটাল ছবির এডিটিং এবং নান্দনিকতার ওপর তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করতেই হবে।
একজন ফটোগ্রাফার এর সাথে দুইজন মানুষ থাকেন...একটি তার নিজ দেহ এবং অন্যটি তার শৈল্পিক সত্তা ! ছবি তোলার সময় তিনি তার নিজ দেহকে ছায়ায় বিলিন করে দিয়ে শৈল্পিক সত্ত্বাকে দাঁড় করান !একজন ভালো ফটোগ্রাফার হিসাব করেন ইঞ্জিনিয়ারের কলম দিয়ে, চিন্তা করেন দার্শনিকের মন দিয়ে এবং দেখেন একজন কবির চোখ দিয়ে।
মাঝে মাঝে আমার মনে হয়- একজন ফটোগ্রাফার কতটা দক্ষ তার প্রমান পাওয়া যায় তার নাইট ফটোগ্রাফিতে। ছবি তোলার ক্ষেত্রে ফোকাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফোকাস নির্ধারণ করতে পারার জন্য দরকার পড়ে দক্ষতার। আধুনিক ক্যামেরার কল্যানে ছবি তোলা অনেক সহজ হয়ে গেছে ।
দুই দশক আগেও কাঙ্ক্ষিত মুহূর্তের ছবি তোলা বা ভিডিও ধারণের জন্য কত ঝক্কিঝামেলাই না পোহাতে হতো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।