কিছু তথ্যঃ ১৯৮১ সালে সনি সর্বপ্রথম ডিজিটাল ক্যামেরা (ম্যাভিকা) বাজারজাত শুরু করে। ১৯৮৮ সালে প্রথম জেনারেশন ক্যামেরা তৈলী করে ফুজিফিল্ম। ২০০০ সালে Getty Images তাদের স্টক ফটোগ্রাফীর কাজ শুরু করেন। ২০০১ সালে গুগল তাদের সার্চে ছবি অনুসন্ধানের ব্যাবস্থা করে। ১৮৬১ সালে রয়্যাল ইনস্টিটিউশনের একটি লেকচারের সময় স্কটিশ পদার্থবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনটি প্রধান রঙ্গের সন্নিবেশ আর বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে রঙ্গীন ছবি তোলার জন্য তার তত্ত্বটি আবিষ্কারের ঘোষনা দেন।
১৮৯৫ সালে ফ্রেডেরিখ ইউজিন ইভস উদ্ভাবন করেছিলেন অপেক্ষাকৃত কম খরচে ছবি তোলা এবং দেখার একটি কৌশল ।
এডওয়ার্ড ওয়েস্টন বলেনঃ গায়ক গায়িকারা একজোট হয়ে যন্ত্রীদের বুঝিয়ে ফেলার মত যে, যন্ত্রীরা যে সুর সৃষ্টি করেন তা শিল্প নয়। কেননা তা সৃষ্টি হচ্ছে যন্ত্রীদের ব্যবহৃত যন্ত্র থেকে যা অবশ্যই প্রাথমিকভাবে একটি যান্ত্রিক পদ্ধতির ফলাফল। তখন যন্ত্রীরা ফটো-পেইন্টিং এর নজির কাজে লাগিয়ে সুরকে এমন একটি ফিতায় বন্ধী করতে পারবেন, যেন তারা ক্রমাগত তাকে পরিবর্তন করতে পারেন। যতক্ষণ পর্যন্ত না একটি সঙ্গীত-যন্ত্রের উৎকৃষ্ট সুরমূর্চ্ছনা মানব কণ্ঠের অন্ধ অনুকরণে পর্যবসিত হয়।
আলোকচিত্র মাধ্যমটির স্বরূপ বুঝতে হলে আমাদের মূল দুইটি বিষয় বুঝতে হবে যা আলোকচিত্রকে অন্য গ্রাফিক আর্ট থেকে পৃথক করে।
টিপসঃ অতি ধীর লয়ের শাটার স্পিডে ট্রাইপড ব্যবহার বাঞ্চনীয়। গোল্ডেন আওয়ার -এই সময়টা একজন ফটোগ্রাফারের জন্য আনন্দের সময়। প্রতিদিন এক জায়গায় এক সময়ের ছবিতেও অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। এইটাই গোল্ডেন আওয়ারের মুল বিষয়।
কোর্স আপনার ফটোগ্রাফিতে কোন উল্লেখযোগ্য পরিবর্তন আনবে না। যেখান থেকেই করুন না কেন, সেটা আপনাকে ক্যামেরার বিভিন্ন ব্যাবহার শেখাবে, কম্পোজিশনের প্রাথমিক ধারণা দেয়ার চেষ্টা করবে। ফটোগ্রাফির ওপর অনেক ভাল বই, ম্যাগাজিন আছে। এগুলো পড়ার অভ্যাস করুন, আর ছবি দেখুন, প্রচুর ছবি দেখুন এবং প্রচুর ছবি তুলুন। যেকোনো কোর্সের চেয়ে তা কিছু কম হবে না।
উইলিয়াম ফোক ছিলেন একজন সাইকিক ফটোগ্রাফার। তিনি ১৯২৪ সাল কতগুলো ছবি নিয়েছিলেন। এই ছবিতে তার সহকারিনী শ্রীমতি বাকস্টান এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের ছবি ছিল। সকলেই অবাক হয়ে দেখলেন যে এই ছবির মধ্যে কিছু অশরীরী আত্মার উপস্থিতি চোখে পড়ছে। তার মধ্যে এই ছবিকে সহজেই চিহ্নিত করা সম্ভব হলো।
সেটি ছিল শ্রীমতি বাসস্টানের ছেলের ছবি। গত বছর একটি মর্মান্তিক দূর্ঘটনাতে ঐ শিশুটি পৃথিবীকে চিরবিদায় জানিয়ে চলে গিয়েছিল। শ্রমতি বাকস্টান পরে স্বীকার করেছিলেন যে তিনি তাঁর হারানো শিশুকে ছবির মাধ্যমে জীবন্ত করে রাখতে চেয়েছিলেন।
দুইটা ফেসবুক পেজের লিংক দেই । এই পেজে অনেকে ছবি তুলে বন্ধুদের সাথে শেয়ার করেন ।
এবং আমরা ছবি তুলতে ভালোবাসি [l দারুন সুন্দর একটা ছবির পেজ । যারা ছবি তুলতে অথবা দেখতে ভালোবাসেন- তারা এই পেজে একবার ডু মারতে পারেন ।
১৯৫৮ সালে প্রথম Tournachon এরিয়াল ফটোগ্রাফ তোলেন । এর পর থেকে এরিয়াল ফটোগ্রাফীর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। ( উঁচু কোনো স্থান থেকে ছবি তোলাকে এরিয়াল ফোটোগ্রাফী বলে ।
)ফটোগ্রাফিতে সঠিক আলো দুইটা উপাদানের উপর নির্ভরশীল থাকে । আলোর মান আর অন্যটা হলো আলোর পরিমান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।