জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি। চিকিৎসক এবং সাংবাদিক আমাদের কাছে সন্মানিত দুটি পেশা। কাউকে অস্বীকার করে এড়িয়ে যাওয়ার উপায় আমাদের নেই। আপনারা আমাদের চেয়ে এ বিষয়ে অনেক ভাল বুঝেন আর ভাল বুঝেন বিধায় এত দ্বন্ধ। আপনারা নিজেকে কখনো সাধারন ভাবতে রাজী নন।
তাইতো সাংবাদিকরা নিজেদের স্বার্থের বাইরের ঘটনাগুলোকে অনেক বড় করে দেখলেও নিজেকে স্বার্থ জড়িত সেগুলো এড়িয়ে যেতেও পিছপা হননা(অধিকাংশ সাংবাদিক)। আজ চিকিৎসা পেশায় জড়িত এমন বেশ কয়েকজনের ব্লগ পড়লাম। সবাই ইনিয়ে বিনিয়ে রোগী এবং সাংবাদিকদের উপর সকল ধরনের দোষ চাপাতে চাইছেন। ব্লগ পড়ে মনে হল তারা খুব ফেরেস্তা। তাদের কোন দোষ নেই।
আর যেটা বলছেন হলুদ সাংবাদিকতা এটাতো কেউ বিশ্বাস করবে না। সব ডাক্তার যেমন কসাই না তেমনি সব সাংবাদিকও হলুদ নয়। গতকাল থেকে টিভি চ্যানেলগুলোতে প্রচার হচ্ছে ইন্টার্নি ডাক্তারদের আক্রমন সাংবাদিকদের উপর। এটাই সারাদেশের সিংহভাগ মানুষ বিশ্বাস করবে। কারন তারা তাই জানছে।
ফেসবুক কিংবা ব্লগে সাধারন মানুষের আনাগোনা নেই। আপনারা ডাক্তার হবেন লক্ষকোটি মানুষ আপনাদের সেবার জন্য তাকিয়ে আর আপনারা দেখাচ্ছেন বাহুবল। আপনাদের প্রতিবাদের ভাষা কি এমন হওয়া উচিত? যাদেরকে বলছেন আবার প্রাইমারী পাশ সাংবাদিক তারাতো কারো গায়ে হাত তোলেনি। সাংবাদিকভাইদের প্রতি অনুরোধ তিলকে তাল করার মানসিকতা বাদ দিন। যা সঠিক তাই করুন।
আজ সাংবাদিকদের মানুষ বিশ্বাস করতে চায় না। কেন? আর ডাক্তার ভাইয়েরা এমবিবিএস পাশ করলে কি অনেক বড় কিছু হয়ে যায়? নিজেদের এত আলাদা গোত্রের ভাবেন কেন? সাধারন মানুষের কাছাকাছি থাকুন। কেউ যেন আর কসাই বলতে না পারে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।