আমাদের কথা খুঁজে নিন

   

সামুর মডুদের বলছি, আপনাদের যা ইচ্ছা তাই করবেন?বাংলাদেশের রাজনীতির ছোয়া কি আপনাদের গায়েও লাগছে? জবাব চাই

ব-দ্বীপ মানে বদ্‌ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক। অদ্ভুত!অবাক কান্ড। আজ আমার ব্লগে লগিন করে দেখি আমি জেনারেল।

প্রায় দুইবছর এক সপ্তাহের ব্লগিং জীবনে এই প্রথম আমি জেনারেল। অথচ আজ পর্যন্ত ব্লগে আমি কোন গালি দেই নি, আপত্তিকর পোস্টে দেই নি। কি কারনে জেনারেল করা হল তার কোন নোটিশও পাই নি। গতকাল ব্লগার চেয়ারম্যানের একটি পোস্টের কাউন্টারে একটি ফান পোস্ট দিলাম। আজ এসে দেখি সেটাও নাই, পোস্ট মুছে দেওয়া হয়েছে।

পোস্টটাতে আক্রমনাত্বক কিছু ছিল না, না ছিল আপত্তিকর কিছু। সাধারন বোধ বুদ্ধি সম্পন্ন যে কোন ব্লগার পোস্ট পরলেই বুঝতে পারবে এটা ফান পোস্ট। অথচ আজকে এসে দেখি এই পোস্ট উধাও। আমার এই পোস্ট ব্লগের কোন ধারার বিপরীত ছিল বা ব্লগের কোন নিয়মের সাথে কনট্রাডিকটরি ছিল আমি জানতে চাই। আমি আগেও শুনেছি অনেককেই বিনা কারনে জেনারেল করা হয়।

আজকে তা টের পেলাম। আমরা জানি আজ সারা বাংলাদেশে বিশৃঙ্খলা, আইনের শাসন এদেশে খুব কমই। তা হলে কি ব্লগেও একই ব্যাপার প্রযোজ্য। এখানেও কি মডারেশনের নামে যা খুশি তাই হচ্ছে? কেউ একজন ব্লগের মডারেশনে আছে বলে তারা যা খুশি তাই করবে? কোন পোস্টে কি আছে তা না পরেই? আর যদি তারা আমার পোস্ট বা কমেন্টের কারনে আমাকে জেনারেল করে তাহলে আমাকে জানাতে হবে আমার কি অপরাধ। সারা বাংলাদেশ এখন একটা অসভ্য বর্বর আর মগদের দেশে পরিনত হয়েছে।

কিন্তু শিক্ষিত মানুষের প্লাটফর্ম ব্লগেও এধরনের মানূষ ঢুকে গেছে কি না তা নিয়ে যথেস্ট আলোচনা বিতর্ক করার সুযোগ আছে। তাই মডুদের কাছে আমার দাবী দয়া করা আমাকে জানান কি কারনে আমাকে জেনারেল করা হল, আমার পোস্ট মুছা হল। আর আপনাদের এই দায়িত্বজ্ঞানহীন আচরনের মানেইটা কি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.