ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ
ইডেনের বিশ্বকাপ ম্যাচ হারানোর দুঃখ ছুঁয়ে গেছে বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমীকে। কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কোষাধ্যক্ষ সুবীর গাঙ্গুলি কাল যা বললেন, তাতে সেই দুঃখ রূপ নিতে পারে ক্ষোভে। নিজেদের ব্যর্থতা ঢাকতে তিনি ঢাল করতে চেয়েছেন বাংলাদেশকে!
একটা ম্যাচ তো হারিয়েছেই, ইডেনের বাকি তিন ম্যাচের ভাগ্য বোঝা যাবে ৭ ফেব্রুয়ারি। ওই দিনই ইডেন পরিদর্শন করবে আইসিসির পরিদর্শক দল। পুরো গ্যালারিতে শেড দেওয়ার জন্য অবশ্য সময় থাকবে আরও সাত দিন।
কিন্তু সিএবির কোষাধ্যক্ষের দাবি, এই সময় যথেষ্ট নয়। এখানেই তিনি টেনে এনেছেন বাংলাদেশকে, ‘এমনিতেই আমাদের মূল ম্যাচটি কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা পুরো বিশ্বকে দেখাব যে ৭ ফেব্রুয়ারির মধ্যে ভেন্যু প্রস্তুত। তবে এই সময়ের মধ্যে সব কটি ব্লকে শেড দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের স্টেডিয়ামগুলোর কি শেড আছে? এমনকি বাংলাদেশে বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত রাস্তাটাও এখনো অপ্রস্তুত।
অথচ তা নিয়ে কোনো আপত্তি নেই। ’
এদিকে শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রধান থিলাঙ্গা সুমাথিপালা আইসিসিকে অনুরোধ করেছেন, ইডেনের ব্যাপারটি আরেকবার বিবেচনা করতে।
সুবোধ গাঙ্গুলী আপনাদের ব্যর্থতা ঢাকতে বাংলাদেশকে দোষছেন কেন?? আপনাদের ব্যর্থতা আপনাদেরই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।