আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাবহৃত কিছু উরাল পঙ্খী

যাহা চাই তাহা পাই না>> যাহা পাই তাহা ভুল করে পাই ১৯৩০ সালে উদ্ভাবিত এই হেভি বম্বার Boeing B-17 Flying Fortress আমেরিকান সেনাবাহিনির বিমান শাখা United States Army Air Corps (USAAC) এর বহুল ব্যাবহৃত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান মিলিটারি ও শিল্প স্থাপনায় বম্বিং এ ইহা ব্যাবহৃত হয়। ১৯৬৮ সালে সর্বশেষ এটা ব্রাজিলিয়ান বিমান বাহিনিতে দেখা যায়। জার্মানির Focke-Wulf Fw 190 মডেল। সিঙ্গেল এঞ্জিন ও সীটের এ জঙ্গি বিমান ১৯৩৯ সালে বানানো হয়।

ফ্রান্স আক্রমনে ১৯৪১ সালে প্রথম ব্যাবহৃত। অন্যতম সফল নাজি বিমান। জাপানি কঠিন মাল Mitsubishi A6M Zero, ১৯৩৯ সালে ডিজাইন করা এই বিমান পার্ল হারবার হামলায় অংশ নেয়। এছাড়া বার্মা ও ইন্দিয়াতে ওইসময় জাপানীরা এই বিমান দ্বারা ব্যাপক হামলা করেছিল। ব্রিটিশ টু সিটার ফাইটার।

১৯২৮ এর মডেল। রাশিয়ান মামাদের মিগ৩ জাপানি Nakajima Ki-84। বিমানের ফরমেসন ফ্লাইং হাবাগবা চেহারার এই বিমান গুলা কিন্তু পাগল ছাগলের মত বম্বিং ও আকাশ হামলা করত। সল্প সময়ে কল্পনাতীত ক্ষতিসাধন করত। এদের কিছু কিছু আবার আত্মঘাতী ছিল যেমন জাপানি হাল্কা ফাইটার গুলো।

আবার কিছু ছিল হুদাই < আমার মতে> । অনেক জার্মান বিমান এর প্রোটোটাইপ নকশা নাকি মিত্রশক্তি জব্দ করেছিল। কল অফ ডিউটি মানে < কামের ডাক> খেলতে গিয়া যখন নিজেদের বিমানের এরিয়াল সাপোর্ট পাই তখন ত ভালই লাগে, কিন্তু যখন জার্মান এয়ার এটাক হয় তখন মনে হয় জার্মান বিমান বাহিনী Luftwaffe কি মাল আছিলু।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.