আমাদের কথা খুঁজে নিন

   

Standard Chartared Bank Daily Star Celebrating Life'2012: এবছরের প্রতারণা আর অব্যবস্থার সেলিব্রেটিং

শূন্য আজ যারা ডেইলি স্টারের সেলিব্রেটিং লাইফে গিয়েছেন, তারা বোধহয় সবাই দেখেছেন তাদের নানা অব্যবস্থা....... অবশ্য মাহফুজ আনাম, সংস্কৃতিক মন্ত্রী আর স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের কর্তাব্যক্তি কেউই ঠিকভাবে বক্তব্য রাখতে পারেননি দর্শকদের অসহযোগীতার জন্য। স্টিল ফটোতে যারা পুরস্কার পেলেন, তাদের প্রাইজ দেয়ার সময় কখনো তার সার্টিফিকেট, কখনো ক্রেস্ট পাওয়া যাচ্ছিল না...... ফলে হছভচ ছিল পুরোটা সময়। মন্ত্রী একবার অপমানবোধ করে স্টেজ থেকে নেমে যাচ্ছিলেন.... উপস্থাপক আফজাল হোসেনের ৩ বার স্যার সম্বোধনের পর তিনি আবার ফিরে আসলেন। তবে পুরস্কার পাওয়া গান দুটোর কথা ও সুর হৃদয়গ্রাহি। এবার আসি প্রতারণার গল্পে।

এই প্রতিযোগীতায় নিশ্চয়ই গান লিখতে প্রিন্স মাহমুদ বা মারজুক রাসেল আসবে না। আসবে নতুন মানুষ যারা সুযোগের অভাবে আছে তারা। একইভাবে ফটোগ্রাফিতে আনোয়ার হোসেন, তাহের মানিকরা আসবে না। আসবে নতুনরাই। তাহলে ফিল্মে কেন তারা তারেক মাসুদ, তানভির মোকাম্মেল বা মোরশেদুল ইসলামকে খুঁজলেন বুঝতে পারলাম না।

২০০৮ সাল থেকে আজ পর্যন্ত খুব সম্ভবত ১ম বার তারা ফিল্মে এ্যাওয়ার্ড দিয়েছে। আর প্রতিবার বলেছে পুরস্কার দেবার মতো ফিল্ম এবার জমা পড়েনি। যদি তারা সেই মানের ফিল্মই খুজবে, তাহলে ক্লোজআপ ওয়ানের মতো সারাদেশ ঘুরে ফিল্ম নিয়ে আসলেই হয়। যারা জমা দিয়েছে, তাদের ডেকে অপমান কেন? কেন বলা যে, তোদের এগুলো কোন ফিল্মই হয় নি! গত বছর তারা ফিল্ম প্রতিযোগীতাকে বাদ দিয়ে ওয়ার্কশপ ডেকেছিল। অমিতাভ রেজা, অনিমষে আইচ আর একটা নাম মনে করতে পারছি না.... উনারা কয়েকজনকে ট্রেইনিং দিয়েছিলেন।

ট্রেইনিং এর পর তারা সবাই স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়েছিল। এবছর বলা হয়েছিল, ট্রেইনিং এর পর বাছাইকৃতরা বিখ্যাত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ এর সহকারী হিসেবে কাজ করার সুযোগ পাবে। অথচ সেটা নিয়ে কিছুই জানালো না। উল্টো গত বছরের কাজ এ বছরের বলে লামছাম করে ২ মিনিটের একটা হাইব্রিড ক্লিপ দেখালো। আসলে ব্যটারা ................ তবে শেষ বেলার রাগ সঙ্গীতটা ভাল থাকলেও মন ভাল ছিল না.... তাই মন দিয়ে গ্রহণ করতে পারিনি।

কারণ আমার একটা ফিল্ম জমা দিয়েছিলাম সেখানে। যে ফিল্মটা ঢাকার একটা ফেস্টিভলে শ্রেষ্ঠ সমালোচক পুরস্কার আর আন্তর্জাতিক একটা ফেস্টিভলে কম্পিটিশন ক্যটাগরিতে মনোনয়ন পেয়েছিল। আমি নির্মাণে নতুন একজন। ভেবেছিলাম ভাল কিছু নতুন ফিল্ম মেকারের দেখা পাবো। আমি পুরস্কার না পাই।

যে পাবে, তার কাছ থেকে তো কিছু শিখতে পাবো........ কপালে নাই....... ডেইলি স্টারের এই ঘটনায় আসলে অপমানিত বোধ করলাম, লজ্জা পেলাম। এটাও হয়ত ঠিক যে, ভাল না হলেও কি জোর করে পুরস্কার দিতে হবে...!!! তবে প্রশ্ন থেকে যায় গত ৬ বছরে কি একটাও ভাল শর্টফিল্ম হয়নি? গত বছর যাদের ওয়ার্কশপ করিয়েছিলো, তারা এ বছর কেন ফিল্ম বানিয়ে জমা দেয় নি?............. তার মানে কি এটা আপাতত লোক দেখানো অধ্যায়???? কি জানি হয়ত আমার নিজের ভুল/....... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.