গত দশ বারো দিন ধরে প্রায়দিনই বাংলালায়ন মডেম দিয়ে সামুতে ঢুকতে পারছি না । প্রতিবারই সামুতে ঢুকতে গেলে একটা পুরানো দিনের পেজ দেখায় । এ সমস্যা কি আমারই , নাকি আপনাদেরও কেউ কেউ এ সমস্যার মুখোমুখি হয়েছেন ? কেউ কি জানেন এর কারণটা কি ? তবে প্রক্সি আইপি ওয়েবসাইট ব্যবহার করে সামু হালনাগাদ দেখা যাচ্ছে । http://hideip.co/ তবে এটা ব্যবহার করে সাম্প্রতিক মন্তব্যের ঘর দেখা যাচ্ছে না বা পোস্ট দিতে পারছি না। পরে টর ব্রাউজার ব্যবহার করে এই পোস্ট দিলাম । টর ব্রাউজারে সবকিছুই দেখা যাচ্ছে । যাইহোক এমন কেন হচ্ছে – স্বাভাবিক ভাবে সামু দেখাচ্ছে না, অথচ প্রক্সি ব্যবহার করলে দেখাচ্ছে ? এটা কি সামুর সমস্যা, নাকি বাংলালায়ন সার্ভিস প্রোভাইডারের সমস্যা ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।