আমাদের কথা খুঁজে নিন

   

সমস্যাটা কোথায়???

সযতনে খেয়ালী!

টোকাইয়ের আজকের এই কাজের জন্য হাবিবমহাজন কি নিজের দায়িত্ব এড়াতে পারবেন? নয়া বোকাইয়ের যে ছবি নিয়ে উনি এতো কথাবার্তা বল্লেন, এতো হরতাল ধম্মঘট করলেন সেই খবরটা যদি স্যাটেলাইটের কল্যানে বসার ঘরে বসে বিখ্যাত কোন নিউজ চ্যানেলে দেখতেন তাহলে তাঁর এতো আক্ষেপ কোথায় থাকতো? তখন কি বাংলাদেশের ডিশ বন্ধের আন্দোলনের ডাক দিতেন মহাজন সাহেব? একটা দেশের প্রচলিত কালচার কে মেনে নিতে এতো বাঁধা কোথায় সেটা আমার ছোট মাথায় ঢুকেই না। পরিবেশ বাদীদের প্রেজেন্টেশন যদি দৃষ্টি কটু হয়, তাহলে জার্মানীর বিখ্যাত "কার্নিভাল", "অক্টোবর ফেস্ট" ও সেদিক দিয়ে অশ্লীলতার পর্যায়ে পড়ে, যদি দেখার চোখটা হাবিবমহাজনের হয়। হাবিবমহাজন কে যতোই বুঝানোর চেষ্টা করা হয়েছিল, বুঝানো যায় নি। অনেকটা উষ্কে দেবার মতোই বাচ্চা সুলভ আচরণ করেছেন আমাদের প্রখ্যাত এই ব্লগার। এখন টোকাইয়ের এমন কাজের জন্যও উনি হয়তো কয়েক গাঁদা পোস্ট ডিলিট করার হুমকি দিবেন, মুছবেন, আবার নতুন করে লিখবেন...। আশ্চর্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।