ঐ সরকারি মালিকানাধীন ব্যাংক গুলিতে আই টি সেক্টরে তেমন কোন সাফল্য না আসলেও তারা কিন্তু থেমে নেই । তারা চেষ্টা করছে কিন্তু প্রশ্নো হল কিভাবে ?। আপনি শুনে অবাক হবেন এখানে আই টি এবং নন-আই টি এমপ্লোলয় বলে কোন পার্থক্য নেই শুধু পদ আলাদা মাত্র। পুর্বে যেখানে সামান্য কিছু সুবিধা মুলক পার্থক্য থাকলেও এখন তা সপ্নো মাত্র। তাদের এইচ আর ডি -এর যুক্তি হল আমরা তো কনো ইঞ্জিনিয়ার চাই নাই তো আপনারা যোগদান করেছেন কেন?। এ নিয়ে নতুন এমপ্লোলইয়ীদের মাঝে চরম হতাশা দেখা গেছে। তারা এখন সুযোগ খুজছে কিভাবে একটা ভাল প্রাইভেট জবে যোগ দেয়া যায়। কারন তাদের ভাষায় এই সিস্টেম কোনভাবে পরিবর্তন হবার নয় তো দিন যতদিন না এই মানষীকতা পরিবর্তন না হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।