www.shamimnasir.com
গত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে একটা ওয়েবসাইট দাড় করলাম। অনেকগুলা পোস্ট ও দিছি। জানি না কেমন হইছে। কম্পিউটার প্র্রোগ্রামিং টা খুব একটা জানি না আমি । অল্প একটু এইচ টি এম এল জানি তাতেই সাইটা বানাইয়া ব্লগারে হোস্ট করে দিলাম। সামুর ব্লগারদের মধ্যে তো অনেক জানলেওয়ালা ব্লগার আছেন যারা সাইট মেকিং বা এস ই ও সম্বন্ধে অনেক কিছু জানেন। কেউ কি একটু রিভিউ করে দিয়ে বলবেন সাইটাকে আর কিভাবে মডিফাই করা যায়? আর কি কি বাদ বা যোগ করা যেতে পারে? প্লীজ ।
সাইট টির ঠিকানা হচ্ছে : www.textileclass.com
ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।