ডিআরইউ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন
যায়যায়দিনের মামুন হোসেন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার এম মামুন হোসেন। ‘বেসরকারি ৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ক্যাম্পাস বিক্রি’ শিরোনামে শিক্ষা বিষয়ক শ্রেষ্ঠ রিপোর্টের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডিআরইউ চত্ত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।
গত বছরের ২৭ নভেম্বর সাতটি বিষয়ে সেরা প্রতিবেদন বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হচ্ছেন-অপরাধ বিষয়ক সেরা অনুসন্ধান রিপোর্টে হেলালউদ্দিন (যুগান্তর), অবজেকটিভ ইকোনমিক রিপোর্টে আশরাফুল ইসলাম (নয়া দিগন্ত) সেরা অনুসন্ধান অর্থনৈতিক রিপোর্টে মিজান চৌধুরী (জনকণ্ঠ), মুক্তিযুদ্ধ বিষয়ক আজিজুল পারভেজ (কালের কণ্ঠ), ক্রীড়া বিষয়ক শামীম চৌধুরী (ইনকিলাব), নগরীর সমস্যা নিয়ে সেরা টিভি রিপোর্টে মাশহুদুল হক পুরস্কার পান।
প্রয়াত সাংবাদিক সাগর সারোয়ারের মা সালেহা মুনির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রত্যেক রিপোর্টারকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট দেয়া হয়।
অনুষ্ঠানের মঞ্চে উঠে ‘সাগরের মা’ কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, তোমরা সবাই আমার সাগর। সাগর-রুনি ঘুমিয়ে আছে তোমরা জেগে আছ।
নৃশংস হত্যাকা-ের বিচারের জন্য জেগে থেক। আমি মহান রাব্বুল আলামীনের কাছে তোমাদের জন্য দোয়া করি। এসময় ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু উপস্থিত ছিলেন।
এরপর ডিআরইউ’র বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র সংশোধনের জন্য এ সভা ডাকা হয়।
ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক ও ইজিএম আয়োজন কমিটির আহবায়ক শরীফুল ইসলাম। সন্ধ্যায় ডিআরইউ সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে স্বপরিবারে অংশগ্রহণ করেন। ## সূত্র দৈনিক যায়যায়দিন ২০.০৭.২০১২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।