যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. ফাঁসির আসামি রাষ্ট্রপতির ক্ষমাপ্রাপ্ত!!! আজকে আওয়ামিলীগ মনোনীত রাষ্ট্রপতি যদি খুনের আসামি কে মাফ করেদিতে পারেন এবং এ জন্য কোন জবাবদিহিতা না থাকে তবে আগামী দিনে বি,এন,পি মনোনীত রাষ্ট্রপতি যখন তারেক, কোকো, বাবর এদের কে মাফ করে দিবেন তখন কি আওয়ামিলীগের কোন প্রতিবাদ করার নৈতিক অধিকার থাকবে? তখন যদি আওয়ামিলীগ প্রতিবাদ করে তাহলে সেটা কি "কা-কা" শব্দের মতই বিরক্তিকর মনে হবে না? যদি প্রতিবাদ না করে চুপ করে থাকে আমাদের কি করা উচিত হবে... আমরা সাধারন জনগন এ দুই দলের কর্মকান্ড কি খালি দেখেই যাব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।