এক স্কুলে বায়োলজির ক্লাসে শিক্ষক উভচর প্রানী সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে ছাত্রদেরকে জিগ্যেস করলো যে- শিক্ষক: তোমরা কি উভচর প্রানী সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ? ছাত্র: জি স্যার, আমরা বুঝতে পেরেছি। শিক্ষক: এবার যদি এ ব্যাপারে আমি কিছু জিগ্যেস করি উত্তর দিতে পারবে? ছাত্র: জি স্যার, পারব। শিক্ষক: বল্টু, তুমি একটা উভচর প্রানীর উদাহরন দাও তো বাবা। ছাত্র: ব্যাঙ । শিক্ষক: খুব ভালো, এইতো তুমি খুব বুঝেছ।তুমি কি আরেকটা উভচর প্রানীর উদাহরন দিতে পারবে? ছাত্র: জি, স্যার পারব। শিক্ষক: ঠিক আছে বলো। ছাত্র: আরেকটা ব্যাঙ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।