পৃথিবীর বাধা-এই দেহের ব্যাঘাতে/ হৃদয়ে বেদনা জমে;-স্বপনের হাতে/ আমি তাই/ আমারে তুলিয়া দিতে চাই। রাজউক, ভিকারুননিসা, নটরডেমের পরীক্ষার্থী সংখ্যা হাজারের উপর। এত বহুসংখ্যক পরীক্ষার্থীকে সঠিক গাইডলাইনে রেখে হাজার খানেকের উপর জিপিএ-৫ ধরে রাখা আর ক্যাডেট কলেজে ৫০ জন ছাত্রকে শতভাগ জিপিএ-৫ পাওয়ানো কী একই কথা হলো ? ( দ্রঃ ঢাকা বোর্ডে ক্যাডেট কলেজ ৫০ জনের সবাই জিপিএ-৫ পেয়ে ৩য় হয়েছে) ভিকারুন্নিসা ১ হাজার ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০৪জন জিপিএ-৫ পেয়ে চতুর্থ। আর নটরডেম প্রায় সমান সংখ্যক রেজাল্ট নিয়ে পঞ্চম। এইডা কিছু হইল? বোর্ডের কী মাথা ঠিক আছে? (মাথার ডাক্তার দরকার! মেডিক্যাল বোর্ড দিয়ে!) ক্যাডেট কলেজগুলোকে মূলধারার প্রতিষ্ঠানের সাথে এভাবে প্রতিযোগিতায় আনা একেবারেই অযৌক্তিক। ক্যাডেট কলেজ বিশেষায়িত প্রতিষ্ঠান। ক্যাডেট কলেজগুলোর প্রতিযোগিতা বা রেঙ্কিং ক্যাডেট কলেজগুলোর সাথে হওয়াটা বেশি যুক্তিযুক্ত। নয় কী? ৫০ আর ১০০০ জন ছাত্র ম্যানেজমেন্ট কী এক জিনিস? এত অল্প সংখ্যক ছাত্র দিয়ে ক্যাডেট কলেজ পজিশনে আসতে পারবে না এটাই স্বাভাবিক। বোর্ডের এভাবে শাক দিয়ে মাছ ঢাকার কী আছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।