বাফুফেকে সাপোর্ট দিন....
বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতার পর অনেক পেপার পড়লাম। কেউ দোষ দিল খেলোয়াড়দের, কেউ দিলো কোচের। কিন্তু কেউ বোর্ড নিয়ে কোন কথা বলল না।
আমার মনে হ্য় ক্রিকেট বোর্ডের সংস্কার জরুরী হয়ে পড়েছে। আমাদের আগের দুই সভাপতি কিন্তু আপাত দৃষ্টিতে সফল।
একজন টেষ্ট স্ট্যাটাস পাওয়ার পথিকৃত। আর একজন আগানোর জন্য যে টাকার দরকার তা যোগাড় করে দিয়েছেন।
বর্তমান সভাপতি সে হিসেবে সর্ম্পুন ব্যর্থ। আসলে একজন লে.জেনারেলের এত সময় ও থাকার কথা না, তা ছাড়া ট্র্যাকটা ও উনার সাথে মিলে না।
উনি এই দু বছরে গতানুগতিক যে ভাবে চলছিল- সে ভাবেই চালিয়েছেন।
ফলে চলন্ত গাড়ির তেল শেষ। এখন স্পনসর নাই, নাই কোন নতুনত্ব। মাঝ খান থেকে ফুটবলের সাথে মাঠ নিয়ে নোংরা পলিটিক্স জরিয়েছেন। পাক টু্র বাতিলের সময় শক্ত অবস্থান নিতে হয়েছন ব্যর্থ। যে ম্যাচ প্র্যাকটিস কাজে লাগলে ও লাগতে পার তো।
আমি সবিনয়ে- দেশ ও জাতির জন্য সিনহা সাহেব কে সভাপতি থেকে পদত্যাগ করতে আকুল নিবেদন জানাচ্ছি।
হ্য়তো উনার কোন দোষ নাই। কিন্তু জাহাজ ডুবলে সব দোষ ক্যাপ্টেনের।
মাথা ঠিক থাকলে সব কিছুই ভালো চলে। উদাহরন- ফুটবল।
আমাদের ক্রিকেট এখনও সেই এক জায়গায় আটকে গেছে। দরকার- ভাল পীচ, নিয়মিত ভালো মানের টুর্নামেন্ট ,খেলোয়াড় তৈরী এবং রক্ষা। সব কিছু সভাপতিকেই দেখতে হবে। এক ধারায় চললে কিছু হবে না।
আর নির্বাচক প্যানেলে সিডন্সের অন্তর্ভুক্তি ও এখন সময়ের দাবী।
কারন ও যা অভিযোগ করছে তা কার কার ক্ষেত্রে সমস্যা তা আরকে ভালো বলতে পারবে। ডেভ যে সুবিধাটা পেতেন। আর বোর্ডের মধ্যে একমাত্র সিডন্সই আইসিএলএর খেলোয়াড়দের প্রতি সহানুভুতি আছে।
সব সিস্টেম ঢেলে সাজানোর এখননই সময়--বলা যায় শেষ সময়। এখনই আমাদের টেষ্ট স্ট্যাটাস নিয়ে কথা শুরু হয়ে গেছে।
এগিয়ে আসছে আয়ারল্যান্ড। আগামী ওয়ার্ল্ড কাপের পর তারা টেষ্ট স্ট্যাটাস পেয়ে যেতে পারে। ওরা যেভাবে আগাচ্ছে--- আমরা কি সেভাবে পারছি?
Ass-fool কি বুকে হাত দিয়ে এখন কি বলতে পারবে আমরা আয়ারল্যান্ডের মাঠে ওদের টেষ্টে হারাতে পারব?
পারবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।