কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
প্রতি বছর একই রকম কায়দায় প্রকাশনা সংস্থা গুলো বই নিয়ে যে টালবাহানা করে তাতে আমাদের শিক্ষা ব্যবস্থায় এক চরম সংকটে উপনিত হয়েছে। তাদের এই অধিক মুনাফা লোভি চক্র আমাদের কোমল মতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শংকায় ভোগেন অভিভাবক গন। আমরা এই অবস্থা হতে পরিত্রান চাই। তাই মনে করি ইন্টারনেটে সব বোর্ডের টেক্সটবুক প্রকাশ করা হোক। প্রায় প্রতিটি জেলা শহরেই মুদ্রন শিল্প বেশ বিকাশ লাভ করেছে।
তাই আঞ্চলিক ভাবেই শিক্ষা কর্মকর্তাদের এব্যপারে একটি দিক নির্দেশনা দেয়া যেতে পারে। তারা প্রয়োজনে স্থানীয় ভাবে বই প্রকাশ করবে। তারা স্কুল কর্তৃপক্ষের সাথে সংযুক্ত হয়ে যৌথ ভাবে একটি সিলেবাস ফলো করবে। আর বই এর মান রক্ষায় তারা ইন্টারনেটে শরনাপন্ন হবেন। যেহেতু ইন্টারনেটের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বোর্ড কর্তৃপক্ষ প্রকাশ করছে।
সুতরাং বোর্ডের টেক্সটবুক ইন্টারনেটে ছাড়তে সমস্যা কোথায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।