আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়াত বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খন্না

বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না আজ মুম্বাইতে নিজের বাড়ি "আর্শীবাদে" শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, আজ দুপুরের দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে বলিউডের নামজাদা অভিনেতা সকলেই গভীর দুঃখ প্রকাশ করেছেন। এপ্রিল মাস থেকে টানা অসুস্থ ছিলেন তিনি৷ গত সপ্তাহে হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে৷লীলাবতী হাসপাতাল থেকে গতকালই তাঁকে তাঁর বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল৷ জুহুর কার্টার রোডে রাজেশের বাড়ি ‘আশীর্বাদ’-এ ডিম্পল কাপাডিয়া, তাঁর মেয়ে টুইঙ্কল, রিঙ্কি ছাড়াও রাজেশ খন্নার অন্যান্য আত্মীয়ও আজ সকালেই চলে আসেন৷ ১৪ জুলাই রাজেশকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়৷ দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণেই তাঁকে হাসপাতালে আনা হয়েছিল বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে৷ আনন্দ-এর জীবন-সফর যে শেষ, এদিন সেটা জানান তাঁর জামাই অক্ষয় কুমার। বলেন, আমার শ্বশুরমশাই আর নেই।

আমার আশা, সবাই তাঁর জন্য প্রার্থনা করবেন। এর পর শুরু হয় শোকাচ্ছন্ন বলিউড তারকাদের আসা। আসেন 'বাবুমশাই' অমিতাভ বচ্চন, ছেলে অভিষেককে নিয়ে। আসেন ঋষি কপূর, প্রেম চোপড়া সহ অন্যরা। ১৯৭১ সালে মুক্তি পায় রাজেশে খন্না-অমিতাভ বচ্চন অভিনীত 'আনন্দ'।

ছবিতে আনন্দ-এর ক্যান্সারে মৃত্যু হয়েছিল। বাস্তব জীবনের 'আনন্দ'-কেও কেড়ে নিল দুরারোগ্য ক্যান্সার। ১৯৪২ সালের ২৯ শে ডিসেম্বর রাজেশ খান্নার জন্মহয় জতিন খান্না নামে, মোট ১৮০টি ছবিতে তিনি অভিনয় করেছিলেন, তার লিপে কিশোর কুমারের গাওয়া গান আজও লোকের মুখে মুখে ফেরে......কিনতু যা আর ফিরবে না তাহল সেই আবেগমথিত ডাক-- 'বাবুমশাই'। বুধবারের বারবেলা থেকে সেই ডাকই আসমুদ্র হিমাচলে অনুরণিত হচ্ছে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.