স্মৃতি অবগুন্ঠিত তিমিরে মিলিয়েছো তুমি
তোমার কোমল পরশ্ তাই মৃয়মান ছবি-
জনি পাবনা কখনও আর
তবুও খুঁজি...
রাত্রির অন্তরে অন্তরে,
জ্যোৎস্না স্নিগ্ধতা্য়,
স্বপন্ নিড়ানো তিমিরে
তোমাকে..........
শুধু তোমাকে ।
স্বপ্নের বিবসনা অনুরণন আজও তন্দ্রা চুকিয়ে দেয় আমার
দক্ষিনা সমীরন চুম্বন দিয়ে যায় ওষ্ঠে,
ঠিক তোমারই মতো ।
তবুও স্বপ্নীল স্মৃতি স্নিগ্ধতা আজ স্থবির
জীবন মহাশঙ্কায় রক্তাক্ত ।
অমৃতান্বেষী মাতাল আমি
পিয়াসা অন্তরের অনুতে অনুতে
তন্দ্রাভিষিক্ত বিভাবরির তামসী শুধু মধুচন্দ্রিমার অপেক্ষায়
অসীমকে সীমায় বাঁধা তবু অলীক কল্পনাইতো বটে ।
তুমি আজ অসীমের দূত
স্রষ্টার অন্তর দেওয়ালী
হেমাঙ্গী মূর্তি তব জ্যোতির্ম্মর্য়ী আরো ।
চাইনা এ ধরিত্রির বিষাক্ত চুম্বন
নাও মোরে অন্তরে তোমার
তোমার চুম্বনে রচো নূতন পৃথিবী ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।