www.cameraman-blog.com/
মাহবুব মতিনকে হয়তো টিভির পর্দায় দেখেছি অন্য দশ জনের মতোই। কিন্তু তিনি যে এই সামহোয়্যার ইন ব্লগেও ছিলেন সেটা তো জানলাম ...
আমরা ব্লগাররা তো আড্ডা দিচ্ছি, পিকনিক করছি। এইতো সেদিনও হয়ে গেল একটা জমজমাট আড্ডা। সামনে আরো একটা হবে। কৌশিকের সেই পোষ্টটা দেখে আমারও মনে হলো আমরা চুটিয়ে আড্ডা দিতে পারলে কিংবা পিকনিক করতে পারলে একজন সহব্লগারের মৃত্যুতে আধ ঘন্টার একটা স্মরণ সভা কেন করতে পারবোনা। অবশ্যই পারবো !!! চলে যাওয়া মানুষটির তাতে কিছুই আসবে-যাবে না হয়তো।
পরিচিত ব্লগার যারা আছেন, যাদের সাথে দেখা হয়েছে আড্ডা বা পিকনিকে কিংবা মাহবুব মতিনের মতোই যারা আজও অপরিচিতই রয়ে গেলেন - আসুন না এই শনিবার বিকালের দিকে ছবির হাটে আসি আধ ঘন্টার জন্য - স্মরন করি প্রয়াত একজন সহ-ব্লগারকে।
তারিখ : ১৭ই অক্টোবর শনিবার
সময় : বিকাল ৫:৩০
স্থান : ছবির হাট
যারা মাহবুব মতিনকে ব্যক্তিগতভাবে চিনতেন, যারা এই ব্লগেও আছেন তাদেরকে বিশেষভাবে অনূরোধ করছি এসে কিছু বলার জন্য।
কৌশিকের পোষ্ট - ব্লগারের মৃত্যুঃ স্মরণসভা করা যায় কি?
লীনা দিলরুবার পোষ্ট - মাহবুব মতিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রসঙ্গে একটি কথা
আমার আগের পোশ্ট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।