এখনো গেলনা আঁধার............... আজ প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের মৃত্যুদিবস। বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক ঘৃণিত কালরাত্রি আজ। চট্টগ্রাম সার্কিট হাউজে ঘাতকের নির্মম বুলেটে ঝাঝরা হয়ে এক উচ্চভিলাসী সেনাকর্মকর্তা পরবর্তিতে রাষ্ট্রপতির জীবনাবসান হয়েছিল আজ।
আইএসআইএর এজেন্ট জিয়াউর রহমান ছিলেন আওয়ামীলীগে ঘষেটি বেগমদের অন্যতম দোষর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডে তার মদদ ছিল বলে অনেকে অভিযোগ করেন।
পরবর্তীতে বঙ্গবন্ধুর খুনী মোশতাক তার দোষর জিয়াউর রহমানকে সেনাবাহিনীর চীফ অব আর্মি স্টাফ বানান। তাদের মিলিত চক্রান্তে খুন হন জাতীয় চার নেতা । পরবর্তীতে সেনাপ্রধান খালেদ মোশাররফের হাতে মোশতাক নিহত হলে জিয়াউররহমান কর্নেল তাহেরের সহায়তায় খালেদ মোশাররফকে উৎখাত ও হত্যা করেন। পরবর্তীতে জিয়া আনুগত্যর পুরস্কার স্বরুপ কর্নেল তাহেরকেও ঠান্ডা মাথায় খুন করেন।
পরবর্তীতে জিয়াউর রহমান হয়ে যান বাংলার স্বঘোষিত রাষ্ট্রপতি।
গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশের মাটি ও মানুষের নানান উন্নয়নের রয়েছে জিয়াউর রহমানের অসামান্য অবদান। তাই বাংলার মানুষের নয়নমনি হয়ে উঠেছিলেন তিনি। ভাগ্যর নির্মম পরিহাস তার ক্ষমতায় আরোহনের চার বছর পর নিজের খেলে আসা পুরানো খেলায় নিজেই শিকার হন। চট্টগ্রামে বিএনপি নেতাদের মনোমালিন্য মেটাতে এসে সেনাবাহিনীর কিছু সাধারণ সৈনিকের গুলিতে নিহত হন জেনারেল জিয়া।
জিয়া হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জিওসি মেজর জেনারেল মন্জুর সহ অনেক সেনা কর্মকর্তাকে হত্যা করেন আরেক উচ্চভিলাসী সেনা কর্মকর্তা জেনারেল এরশাদ। পরবর্তীতে অনেক তথ্য প্রমাণে জেনারেল মঞ্জুরের নিদোর্ষ থাকার প্রমাণ উঠে আসে।
তাহলে কে ছিল জেনারেল জিয়ার হত্যাকারী?
জেনারেল এরশাদ?
কিন্তু এরশাদই পরবর্তীতে খালেদা জিয়াকে সপুত্রক পূর্নবাসিত করেছিলেন।
জিয়াউর রহমানের হত্যাকারী কে ছিল এ কথা হয়তো কোনদিনই জানা সম্ভব হবেনা। খালেদা জিয়া বা তার পুত্রদেরও এ নিয়ে কোনদিন কথা বলতে দেখা যায়নি।
ভাল ও খারাপে মেশানো এই মানুষটি বাংলাদেশের মানুষের কাছে যতটুকু প্রিয় তার পরিবারের কাছে হয়তো ততটুকু প্রিয় হতে পারেননি বলে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।