আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়াত সাইফুর রহমানের জীবন কাহিনী

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

প্রয়াত সাইফুর রহমানের জীবন কাহিনীঃ প্রয়াত সাইফুর রহমান বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পর পর ১২ বার বাজেট উপস্থাপন করেন। সাইফুর রহমানের জন্ম ১৯৩২ সালে মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে।

১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পরে লণ্ডনের চার্টার্ড একাউন্টেন্সির ওপর উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি। পরবর্তীতে ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টস (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস) এর ফেলোশিপও লাভ করে খ্যাতি অর্জন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের বোর্ড অব গভর্নসের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ১৯৯৪ সালের অক্টোবরে মাদ্রিদে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে সভাপতিত্ব করেন। সাইফুর রহমান চার্টার্ড অ্যাকাউনটেন্টও ছিলেন।

আর বিএনপিতে আগমন ছিল দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। সাবেক এই প্রয়াত অর্থ মন্ত্রী চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রথম জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয় এবং পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত ছিলেন। উল্লখ্য, গত শনিবার বেলা ৩ টারদিকে ব্রাম্ননবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। গত শুক্রবার সিলেটে গিয়েছিলেন সাবেক অর্থ মন্ত্রী সাইফুর রহমান ।

সেখানে গিয়ে তিনি হযরত শাহজালাল (র.) মাজার শরীফ জিয়ারত করেন। প্রয়াত সাইফুর রহমানের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে নাসের রহমান ছিলেন সাবেক সংসদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.