সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “মৃত্যুবরণকারী আট সাংসদের মোট ১১ লাখ ৯০ হাজার ১৪৯ টাকা বকেয়া সরকারি টেলিফোন বিল মওকুফ করার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।”
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব আসে।
তবে বকেয়া টেলিফোন বিল মুওকুফ পাওয়া মৃত্যুবরণকারী সাংসদদের নাম জানাতে পরেননি মন্ত্রিপরিষদ সচিব।
এ ধরনের কোনো প্রস্তাব আগামীতে অনুমোদনের জন্য মন্তিসভার বৈঠকে না তুলেও সংশ্লিল্ট মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে বলে জাননা মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন।
এর আগেও ২০০৯ সাল পর্যন্ত মারা যাওয়া ৬৪ সাংসদের ১ কোটি এক লাখ ৪ হাজার টাকা বকেয়া টেলিফোন বিল মওকুফ করা হয়েছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।