আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতি আর আঠার কলা

অনুভূতিরা ইদানীং অস্থির ভীষণ- ভাগ হয়ে গিয়েছে ব্যক্ত আর অব্যক্ত দুটি স্রোতে। ব্যক্ত অনুভূতিরা ক্রমেই সাহসী হচ্ছে আর অব্যক্ত অনুভূতিরা ক্রমান্বয়ে ফুসছে যেন, অতিশয় দরিদ্র মোল্লা বাড়ির ক্রয়োদশ সন্তানের একদম শেষ সন্তানটির মতই; অযত্ন আর অবহেলায় নিষ্পেষিত ভীষণ। তোমার শরীর জুড়ে তৃষিত কারুকাজ, নিপুণ হাতে সাজানো সব চমক, তোমার গ্রীবা আর স্তন জুড়ে উকি দেয় কাম, ব্যক্ত অনুভূতিরা ক্রমেই সাহসী হচ্ছে বল্গাহীন শকট। তোমার নাভীর উপত্যাকায় শীতল আচ্ছাদন, সযত্নে শুধু তুমিই দেখেছ তা, অব্যক্ত অনুভূতিরা ফুসছে অস্থির তোমার নাভীর সনে, আড়ালে তার বৃথাই আস্ফালন, কামের কাম কিছুই না এবং তুমি হাস এবারও নিখুত - কারণ তুমি ঠিকই জান আঠার কলায় পরিত্রাণিত সতীত্ব আর যৌবন।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।