প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। বাংলাদেশের ইতিহাস আর সংগ্রামের উর্বরভূমি হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় গৌরবের সাথে অতিক্রম করেছে নব্বই বছর। পা রেখেছে একানব্বইতে। এই অগ্রযাত্রা অবশ্যই গৌরবের। এই গৌরবের অংশীদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল গ্রাজুয়েট, শিক্ষক, কর্মকতা-কর্মচারিবৃন্দ।
গৌরবের নব্বই বছরের ইতিহাস, স্মৃতিকথা, দুলর্ভ আলোকচিত্র, মূল্যায়ন, আগামীদিনের সম্ভাবনা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট লেখনি নিয়ে দুইশত পৃষ্ঠার একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে কানাডার ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম। গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কানাডায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের সভাপতি আব্দুল হালিম মিয়া ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে লেখা, কিংবা ছবি কম্পোজ অথবা স্ক্যান করে ইমেইলে পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। কানাডাসহ বিশ্বের যে কোনও স্থানে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ও শিক্ষকরা কেবলমাত্র লেখা পাঠাতে পারবেন।
ইমেইল- ।
আর সকল প্রকার যোগাযোগ-৬৪৭-৪০৫-৭০৬১, ৪১৬-২৬২-৯৬৪২ নম্বরে।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।