যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!
ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ সামহোয়্যারইন ব্লগের একটি নতুন গ্রুপ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদেরকে এই গ্রুপে যোগদানের আমন্ত্রন জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের অন্তরে খুব গভীরে প্রোথিত আছে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি, ব্লগে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সেই পুরনো দিনগুলিতে ফিরে যাওয়াই এই গ্রুপের মুল লক্ষ্য। বর্তমান ছাত্র - শিক্ষকদের কাছ থেকে আমরা জানব প্রাণের বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, সেই সাথে শেয়ার করবো যে কোন সংকট থেকে উত্তরণের জন্য আমাদের নিজস্ব ধারণা।
এ ছাড়াও আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চলমান বিভিন্ন ঘটনা এবং এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয়ের উপর এর প্রভাব নিয়েও আমরা আলোচনা করব এই গ্রুপে। একটি বিষয় পরিস্কার হোয়া প্রয়োজনে যে গ্রুপটি কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য উন্মুক্ত থাকবে।
আমরা চাই এটি নানা মতের একটি মিলনস্থল হবে যাদের প্রধান এবং একমাত্র পরিচয় হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবে গ্রুপের মূল ভাবধারা হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে ওতপ্রোতভাবে জড়িত ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বর্তমান ও প্রাক্তন ছাত্রকে গ্রুপে যোগদানের জন্য আমন্ত্রণ। এই গ্রুপটি হতে পারে অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবচাইতে বড় কমিউনিটি ।
চলুন এর অংশ হই ।
গ্রুপ ওপেন করার প্রথম দিনেই আমরা ২৬ জনকে পেয়েছি গ্রুপের সদস্য হিসাবে। আশা করি এই সংখ্যাটি ধীরে ধীরে আরো বাড়বে । এই গ্রুপটি ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক চিন্তাভাবনা প্রকাশের জন্য অনলাইনে সবচাইতে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
অনুরোধ করব যারা যোগ দেবেন।
তাদেরকে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কালীন পরিচিতিটা দেবার জন্য । এটা ঐচ্ছিক তবে দিলে নিজেদের একে অপরকে জানার পরিধিটা বাড়বে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।