আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীতে অপ্রচলিত ধর্মসমূহ (পর্ব৩)

থলের বিড়াল খুজতেছি ইকাংকার (Ekanker) এ ধর্মের মূলনীতি হচ্ছে এরা ঈশ্বরকে নিজেদের সহকর্মী মনে করে। এই ধর্মটি ২০ শতকে প্রচলিত হয় এবং তাদের বিশ্বাস মানুষ এর আত্মা ঈশ্বরেরই একটি রুপ। এরা মৃত আত্মার পুজা করে এবং মনে করে এতই সৃষ্টিকর্তা খুশী থাকবেন। এদের প্রার্থনার নাম ইসিকে এবং এটি সৃস্টিকর্তা ও আত্মার মাঝে যোগসুত্র হিসেবে কাজ করে। ইকাংকার ধর্মের একটি প্রার্থনাসভা।

পল টুইচেল ১৯৬৫ সালে মিনেসোটায় এ ধর্মের প্রচলন করেন। এটি মূলত যুক্তরষ্ট্র ভিত্তিক একটি ধর্ম। আস্চর্য হলেও সত্যি এ ধর্ম এখন সারাবিশ্বে ছরিয়ে গেছে এবং এর অনুসারীর সংখ্যা ানেক। এ ধর্মের পুরোহিত কে বলা হয় মহান্ত বা ইসিকে মাস্টার। সারা আমেরিকার ্বভিন্ন জায়গায় এদের প্রার্থনা মন্দির আছে।

এ ধর্মের মূলনীতি: ১.আত্মা হলো চিড়ন্তন ২.আত্মা সমসয় থাকে ও থাকবে কারন এটি সৃষ্টিকর্তা ভালোবাসেন। ৩.এটি হলো নিজেকে ও ঈশ্বরকে জানা। ৪.আধ্যাত্মিক নিয়তি এবং পুনরায় দেহধারণ মাধ্যমে আত্মা পরিচালিত হয়। ৫. Divine আত্মার সঙ্গে যোগাযোগ ECK এর আধ্যাত্মিক অনুশীলন দ্বারা তৈরি করা যাবে ৬.আপনি আধ্যাত্মিক পৃথিবী সক্রিয়ভাবে দেখতে পারেন। ৭.এই জীবনকালে আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং স্বাধীনতা আছে।

অন্যান্য ধর্মের দর্শন : আধ্যাত্মিক উৎকর্ষের মাধ্যমে এরা সরাসরি নিজেদের পরিচালিত করে বলে নিজেদেরকে সবচেয়ে ভালো হিসেবে ধরে। উপরন্তু, তার বলে যে, এইটি গ্রহণ করে অনেক ধর্ম নিজেদের আরো উন্নত করতে পারে। বর্তমান মাস্টার হেরল্ড ক্ল্যাম্পের ছবি বিতর্ক: এই ধর্ম নিয়ে অনেক বিতর্ক আছে। ইসিকে মাষ্টার কে হবেন বা প্রধাপন ধর্মগুরু কে হবেন এ নিয়ে বড় বড় নেতাদের মধ্যে অনেক দিন ধরে বিতর্ক চলে আসছে। এ ধর্ম সম্পর্কে আরো জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন বিশদ জানতে চাইলে View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।