আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি শুধুই পুরুষ? নাকি মানুষও?

গর্জে উঠুন একসাথে এগিয়ে যাও বাংলাদেশ গতকাল (১৪ই জুলাই ২০১২) সকালে প্রতিদিনের মতো বের হয়েছি অফিসের উদ্দেশ্যে। কল্যানপুর বাসষ্ট্যান্ড থেকে বাদুড় ঝোলা হয়ে কোন মতে ৮নং বাসে ঠাই হলো, কলেজগেট পৌছাতেই কপাল গুণে চালকের পিছনে লম্বা সিটে বসার সুযোগ মিলল। তবুও বাসে লোকের কমতি নেই। আসাদগেট যেতেই কিছু যাত্রী নামল এবং কিছু যাত্রী মহিলা সহ উঠতে চেষ্টা করে যাচ্ছে। আমি গেটের দিকে চেয়ে চেয়ে দেখছি।

এরই মধ্যে চোখ আটকে গেলো গেটে উঠতে উঠতে ঝুলতে থাকা তরুনি বয়সি বোরকা পরা একজন মহিলার দিকে। তার পিছনে কয়েক জন বাসে উঠতে চেষ্টা করছে এবং একজন পুরুষ (পশু) ভিড়ের মাঝে সরাসরি পিছন দিক থেকে মহিলার বুকে হাত দিয়ে পশুত্ব কায়েম করছে। মহিলাটি একবারো প্রতিবাদ করল না। হয়তোবা সে হতভম্ব হয়ে গেছে। মহিলাটি বাসে উঠলে আমি সিটটি ছেড়ে মহিলাকে বসতে দিয়ে, পশুটাকে প্রশ্ন করলাম আপনি কি ঐ মহিলার সাথে? সে নির্ল্জজের মত একগাল পান খাওয়া মুথে হাসি দিয়ে বলল না!! আমি হতবাক হয়ে ইচ্ছা থাকার পরেও ভিড়ের ঠেলায় তাকে কিছু বলতে পারিনি।

খেজুর বাগানের কাছে যেয়ে বাস কিছুটা ফাকা হয়ে গেলে জানোয়ারটাকে খুজলাম কিন্তু না সে বাসে নাই। কিছুক্ষনপর সিগনাল ছাড়লে ফার্মগেট পৌছালে একজন তরুনি এবং তার বৃদ্ধ পিতা বাসে উঠলো এবং তারা আসনও পেল। মেয়েটি বসল জানালার কাছে এবং পাশে তার পিতা। বাস চলতে শুরু করেছে মাত্র এরই মাঝে পিছন থেকে শুনতে পেলাম ছোট একটি আত্ননাদ পিছনে ফিরে দেখি মেয়েটির কান ছিড়ে অঝোরে রক্ত ঝরছে, কানের দুল ছিড়ে নিয়ে গেছে আরেকজন পুরুষ নামের পশু!!! আমাদের এই সোনার বাংলাদেশে আমাদের মা,বোন,স্ত্রী কেউ কি ঘরের বাহিরে নিরাপদে বের হতে পারবে না? আমরা কি দিন দিন বর্বরতার দিকে ঝুকে পড়ছি? কে দেবে আমাদের সকলের এই প্রশ্ন গুলোর সমাধান? আমাদের সমাজ কি কখনো বদলাবে না? আমরা কি শুধুই পুরুষ নাকি মানুষও? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।