আমাদের কথা খুঁজে নিন

   

জলছবি

পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম যখন রাতের আঁধার মাত্র এসে ধরনীকে ছুঁয়ে দেয় তখনো চাঁদের রূপালী মোহ ছড়ায়নি নরম ঘাসের বুকে শিশির কনা জমে ওঠেনি। রাতের চারপাশে কখনো নক্ষত্র কখনো শূন্যতা মাঝে মাঝে গাছের পাতায় বেজে ওঠে বিষাদের সুর। তখন দূর থেকে ভেসে আসে কারো পদধ্বনি আমি কান পেতে শুনি। শত কোলাহল ভেদ করে আমাকে স্পর্শ করে যায়... জোৎস্নার হাত ধরে হেঁটে যাই শান্ত দীঘির বুকে জলের কোলে কোমল ছায়া আমার তুলির আঁচরের জলছবি আমি। মাঝে মাঝে রাতের অন্ধকারে হেটে যেতে ইচ্ছে করে অজানা কোন গন্তব্যে ইচ্ছে করে জগতের যতো হিসেব নিকেশ চুকিয়ে হারিয়ে যাই আমি। একদিন হারিয়ে যাবো ঐ নক্ষত্রদের ভিড়ে যতো ভুল আমার যতো চাওয়া পাওয়া অভিমানি স্বপ্নের ঝরে যাওয়া সব তোমাদের চারপাশে মিশে থাকবে আমি নক্ষত্র হয়ে দূরের সীমানা পাড়ি দিব।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।