জীবনের জলছবি
জীবনের জলছবি
ডা.সুরাইয়া হেলেন
তাজা ফুল হয়েছে বাসি
তবুও তো সুগন্ধ ফুল
নাম তার বকুল!
শুকিয়ে হয়েছে ঝুরো ঝুরো
গন্ধ হয়েছে আরো গাঢ়
হাতের মুঠোর চাপে হয়েছে গুঁড়ো
তবুও তো সে সুগন্ধ ফুল
নাম তার বকুল!
সে ও হয়েছে বাসি
তবুও মুখে ছিল হাসি
নাম তার বাঁশী !
ক্ষয়াটে চোখ দু’টি উদাসী
কত বছরের প্রতিক্ষা উপবাসী
চিনতে পেরেছে কাছে আসি
তবুও মুখে ছিল তার হাসি
নাম তার বাঁশী !
• লেখক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।