স্বল্পদৈর্ঘ্য ছায়াচিত্রের জলছবি আজম মাহমুদ বুকের হাপরে বাতাস ছিলো, ওটা প্রমাণসাপে ব্যাপার-স্যাপার। বুকের প্রকোষ্টে যেখানে স্বপ্ন থাকে প্রমাণপর্ব বৃথা গেছে সব এ্যানাটমীর। ভালোবাসার সমীকরণ মেলেনি আর খুঁজে পাওয়া যায়নি হৃদয়ের বুকপকেট। তোমার উপহারগুলো জ্যোৎস্নার আলো মেখে হারিয়ে বসে আছে অমাবশ্যা, গন্ধহীন জ্যোৎস্নারাত অমরতা লাভ করেছে এই অভিজ্ঞানে। অন্ধকারের কাছে বিকিয়ে বসে আছে আলোর যতো সরঞ্জাম। বুকের হাপরে আরও একটা জিনিস ছিলো- দীর্ঘশ্বাস। নিঃশ্বাস আর দীর্ঘশ্বাস পার্থক্য প্রয়াসে পুরোপুরি ব্যর্থ মর্গবিজ্ঞানের সকল কলা-কৌশল। মরে গিয়ে বেঁচে যাওয়ার স্বল্পদৈর্ঘ্য ছায়াচিত্রের জলছবি ভেসে গেছে, ভেসেই গেছে। ২৮.০৪.২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।